ভিসি অ্যাওয়ার্ড
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবির দুই অধ্যাপক
গবেষণায় অবদান রাখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষক ভিসি অ্যাওয়ার্ড পেয়েছেন।
তারা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী।
রবিবার সকালে রিসার্চ সেন্টারের আয়োজনে বার্ষিক গবেষণা ফলাফল সম্মেলন-২০২০ এর ভার্চুয়াল অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাফিউল ইসলাম খান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনী সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। এরপর অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি সাফিউল ইসলাম খান চৌধুরী এবং অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. এ জেড এম মনজুর রশীদ বক্তব্য দেন।
আরও পড়ুন: শাবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার তারিখ নির্ধারণ
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত গবেষণায় এগিয়ে যাচ্ছে। গবেষণায় উন্নতি ছাড়া কোন বিশ্ববিদ্যালয় এগোতে পারবে না।’
তিনি বলেন, ‘আমরা গবেষণার বাজেট ৯ গুণ বাড়িয়েছি। গবেষণার অর্থ পরিপূর্ণভাবে ব্যবহার করলে বিশ্ববিদ্যালয়ের জন্য স্বার্থক হবে। গবেষণায় সংশ্লিষ্টসহ পদক প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’
৩ বছর আগে