মশিউর রহমান
সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান বরখাস্ত
হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের এডিসি (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)) জুয়েল রানাকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করে ১৮ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী তাকে ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
আরও পড়ুন: অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন ৬ ডিআইজি
সাময়িক বরখাস্তকালীন জুয়েল রানাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় মশিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ সপ্তাহ আগে
ডিবির সাবেক ডিসি মশিউর রহমান গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক উপকমিশনার (ডিসি) মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার রবিউল ইসলাম।
তিনি বলেন, ডিবির সাবেক এই কর্মকর্তা ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে ঢাকার নিউমার্কেট থানায় করা এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলী থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার
৩ মাস আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মশিউর রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মশিউর রহমানকে আগামী চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
রবিবার শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ভাইস চ্যান্সেলর পদে আগামী চার বছরের জন্য নিয়োগ করা হলো।
আরও পড়ুন:জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ড. মশিউর রহমান এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
আরও পড়ুন:স্থগিতাদেশ বাতিল করে পরীক্ষা নেয়ার দাবিতে মহাসড়কে ববি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ড. মশিউর রহমানের শিক্ষকতা জীবন শুরু। তার পিএইচডি গবেষণাকর্ম সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এছাড়া তার অনেক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
আরও পড়ুন:নীলক্ষেত মোড়ে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের অবস্থান
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মিরহার গ্রামের কৃতি সন্তান ড. মশিউর রহমান স্কুল জীবন থেকেই রেডক্রস, স্কাউটিং, বিতর্কসহ নানা দায়িত্ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বাবা মো. তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা।
৩ বছর আগে