হরিণ শাবক
মনপুরায় জোয়ারের পানিতে ভেসে আসা দুটি হরিণ শাবক অবমুক্ত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জোয়ারের পানিতে ভেসে আসা উদ্ধার হওয়ায় দুটি হরিণ শাবক অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় মনপুরা উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালকিনি বিট এলাকার উত্তর পুরাতন কেওড়ার গহীণ অরণ্যে বন বিভাগের কর্মীরা হরিণ দুটি অবমুক্ত করেন। এর মধ্যে একটি পুরুষ হরিণ ৬ মাস বয়সের ৫ কেজি ওজনের। অন্যটি স্ত্রী হরিণ ৮ কেজি ওজনের এক বছর বয়সের।
আরও পড়ুন: জোয়ারে ডুবছে সুন্দরবন: ভেসে আসা ৬টি হরিণ উদ্ধার
বন বিভাগের ঢালচর রেঞ্জের কালকিনি বিট কর্মকর্তা এস এম আমির হামজা বলেন, গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ারের স্রোতে চর নিজামের কেওড়া বাগান থেকে হরিণ দুটি ভেসে আসলে পার্শ্ববর্তী কালকিনি বিট অফিসের কর্মীরা উদ্ধার করে। হরিণ শাবক দুটি উদ্ধারের সময় অসুস্থ ছিল। প্রাথমিক চিকিৎসা পর তারা সুস্থ হয়। এরপর আবহাওয়ার উন্নতি হলে আজ তাদের কেওড়ার বনে অবমুক্ত করা হয়।
এসময় বন বিভাগের কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে