ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু
কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
দীর্ঘ প্রায় দু’মাস পর আগামী মঙ্গলবার (জুন ১) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
আরও পড়ুন : অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা এয়ারলাইন্স
ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ও দুপুর সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ০৫ মিনিট ও বিকাল ৫টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে। উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিজনেস ক্লাসসহ ১৬৪ আসনে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে।
ঢাকা থেকে কক্সবাজারের নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪২৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৮,৫৯৮টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও অভ্যন্তরীণ গন্তব্য চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচ, যশোরে ছয়, সৈয়দপুরে সাত, সিলেটে তিন, রাজশাহী ও বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: ঢাকা-কুয়ালালামপুর রুটে মঙ্গলবার থেকে ইউএস-বাংলার ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬।
৩ বছর আগে