কোভ্যাক্স ফ্যাসিলিটি
ফাইজারের ১ লাখ টিকা দেশে পৌঁছেছে
কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের ১ লাখ ৬০২ ডোজ টিকা সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তার বলেন, রাত ১১টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন।
আরও পড়ুন: চীন থেকে দেড় কোটি টিকা ক্রয় করবে সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের এই টিকা দেশে আসল।
এর আগে ২৭ মে দেশে ফাইজার বায়োএনটেক উৎপাদিত কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন
সম্প্রতি রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
এর আগে ৭ জানুয়ারির ভারতের সেরাম ইনিস্টিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
গত ১৮ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ কোভেক্স সুবিধার আওতায় ফাইজারের ১ লাখের বেশি ডোজ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছিলেন।
৩ বছর আগে