মুখোমুখি সংঘর্ষ
ঝালকাঠিতে মাহিন্দ্র-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৫ জন আহত হন।
এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
২ সপ্তাহ আগে
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭
ফরিদপুরের মল্লিকপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপারসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগরের সরা গ্রামের আবু বক্কর (৫৫), জাবাইল গ্রামের বাবু (৪০), মাগুরার বরই গ্রামের পিকুল।
আরও পড়ুন: সিলেটে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ২৪
এছাড়া বাসের সুপারভাইজার মো. মহসিন (৩৫) ও হেলপার নাহিদ (১৯)। তাদের বাড়ি শ্যামনগরের চন্ডিপুর ও বাজার গ্রামে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ঢাকা আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস বাসের সঙ্গে খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৭ জন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুজ্জামান বলেন, ভোরে ৩০ থেকে ৩২ জন সড়ক দুর্ঘটনায় আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ২৭ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও আহত ১৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। এছাড়াও কেন একই জায়গায় বার বার দুর্ঘটনা হয়, তা খতিয়ে দেখতে তদন্ত টিম গঠন করা হবে।
পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, গাড়ি দুটি অধিক গতিতে ছিল, চালকদের চোখেও ছিল ঘুম, আর এ কারণেই হয়তো নিজস্ব লেন চেঞ্জ হয়ে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ মাস আগে
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদল মিয়া (৩৫) ও ফিরোজ মিয়া (৫৭) নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার (২ অক্টবর) দুপুর দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাংরি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সুতারাটিয়া গ্রামের বাদল ও দশালিয়া গ্রামের অটোরিকশার চালক ফিরোজ।
স্থানীয়রা জানান, শ্যামল ছায়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাদল ও ফিরোজোর মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচ জন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
১ মাস আগে
গোপালগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২১
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দির লাম-মিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নিহতরা হলেন- উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের বাশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫), একই গ্রামের হাসান শেখ (২৯) ও দিগনগর গ্রামের ইয়ার আলী (৩৮)।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। আর আহত অটোরিকশাচালক হাসান শেখকে (২৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখ মারা যান।
আরও পড়ুন: জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত
৩ মাস আগে
বগুড়ায় ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বগুড়ায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে চান মিয়া নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এসময় ইয়াকুব আলী নামে ভটভটিচালক আহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত
নিহত চান মিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে এবং আহত ইয়াকুব আলী নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ময়মনসিংহ থেকে নওগাঁগামী ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৬০৪১৬) সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ভটভটিচালক আহত হন।
তিনি আরও বলেন, এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক চান মিয়া মারা যান। ভটভটি চালক ইয়াকুব আলী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত
মাগুরায় ট্রাকচাপায় ট্রাকচালক নিহত
৪ মাস আগে
নবাবগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
ঢাকার নবাবগঞ্জ ও দোহার আঞ্চলিক সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আঞ্চলিক সড়কের খারশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুইজন হলেন, দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আব্দুর রহমান এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, সিএনজিতে করে শনিবার সকালে দোহারের জয়পাড়া কলেজ মোড় থেকে পাঁচজন যাত্রী কেরানীগঞ্জের কদমতলীর দিকে যাচ্ছিল।
সিএনজিটি খারশুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান ও শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, ঢাকার নবাবগঞ্জ সড়কের খারশুর তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৪ মাস আগে
কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সবুজ ও বিপ্লব হোসেন নামে দুইজন নিহত হয়েছেন।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সান্দিয়ারা লাহিনীপাড়া সড়কের চাপড়া ইউনিয়নের চাপড়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
নিহত দুইজন হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সবুজ এবং একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। এ জন্য নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় রাস্তায় ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বিকাল ৩টার দিকে সবুজের মৃত্যু হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
৬ মাস আগে
ঘোড়াঘাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত
দিনাজপুরে ঘোড়াঘাটে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক গোলাম রব্বানী ও সহকারী মোহাম্মদ রেজওয়ান নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সকালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
চালক গোলাম রব্বানী জয়পুরহাট সদরের মীরগ্রাম চৌমুহনীর মো. মনতাজের ছেলে এবং হেলপার মোহাম্মদ রেজওয়ান একই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে।
এদিকে আহতাবস্থায় পালিয়েছে বিপরীতমুখী ট্রাকের চালক।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঠাকুরগাঁও থেকে ভুট্টা বহনকারী একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে গোবিন্দগঞ্জ হয়ে বিপরীতমুখী আরেকটি ট্রাক দিনাজপুরের জেলা শহরের দিকে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাইপাশ টিএনটি মোড় এলাকায় ওই দুইটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঠাকুরগাঁও থেকে জয়পুরহাটগামী ভুট্টাবাহী ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।
তিনি আরও বলেন, অন্যদিকে বিপরীতমুখী দিনাজপুরগামী ট্রাকের চালক এবং হেলপার সামান্য আহত অবস্থায় ট্রাক ফেলে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ নিহত ১৩
৬ মাস আগে
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলেসহ আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কে শহরের সাহাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আনছার ভিডিপি সদস্য এনামুল হক ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুন। এনামুল হক ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ওই দম্পত্তি তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে নওগাঁ শহর থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেল নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের সাহাপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক-বৃষ্টি খাতুন দম্পত্তি। তবে ভাগ্যক্রমে তাদের পাঁচ বছর বয়সী শিশু সন্তান জুনাইদ ইসলাম বেঁচে যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত জুনাইদ ইসলাম ও মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদও মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুইটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
দিনাজপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৭ মাস আগে
পাবনায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ১
পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজান ও সিয়াম নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী-রাজশাহী (আইআর) সড়কের উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ৮
নিহতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোকুলনগরে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যান এবং মিজানুর রহমান মিজান দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সিয়াম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত
৮ মাস আগে