বাংলাদেশ আবহাওয়া অফিস
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) বৃহস্পতিবার সকাল ৯টার বুলেটিনে বলা হয়েছে, ‘অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।’
আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
বুলেটিনে বলা হয়, এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন: দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
এদিকে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৪ মিলিমিটার ও শ্রীমঙ্গলে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
২ বছর আগে
তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
তিন ঘণ্টার টানা বর্ষণে ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার বৃষ্টিপাতে নগরীর বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা জলাবদ্ধতার সম্মুখীন হয়েছেন।
রামপুরা, বাড্ডা এবং মিরপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে রয়েছে ।
বৃষ্টি পরবর্তী সময়ে, অনেক মানুষকে হাঁটু পানিতে হেঁটে তাদের কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: সিলেটে আরেক দফা ভূমিকম্প
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন বলেছেন, "বুধবারও রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।"
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে একইরকম থাকার সম্ভাবনা রয়েছে।
৩ বছর আগে