ক্রেজি মুভি এডিটরস
সিনেমাপ্রেমীদের জন্য লাইকি’র ‘ক্রেজি মুভি এডিটরস’ ক্যাম্পেইন
জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ক্রেজি মুভি এডিটরস’ নামে একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে । এ ক্যাম্পেইনে ইংরেজি, হিন্দি ও বাংলাসহ অন্য যেকোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কন্টেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ অসংখ্য পুরস্কার।
গত ২২ মে থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৪ জুন পর্যন্ত চলবে।
লাইকি ব্যবহারকারী ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকি’র সকল ক্রিয়েটর ও ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের প্রক্রিয়াটিও বেশ সহজ। রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে নির্ধারিত হ্যাশট্যাগটি যুক্ত করে আপলোড করলেই হবে। একটি মুভির জন্য একজন ব্যবহারকারী সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন।
তবে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হতে রিভিউ কন্টেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে পূর্বে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারো উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না। সেই সাথে ভিডিওগুলোতে বোঝার সুবিধার্থে রিভিউ করা মুভির অরিজিনাল অংশবিশেষ সংযুক্ত করতে হবে, মুভি’র নাম ও ভিডিও’র ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।
আরও পড়ুন: প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল
নিজেদের কন্টেন্টগুলোকে আরও চমৎকার করে তোলার জন্য ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভয়েস-ওভার ব্যবহার করতে পারবেন এবং ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবে এতে অন্যদেরও যুক্ত করতে পারবেন বলে জানা গেছে। হাস্যরসাত্মক সংলাপ আর অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যবহারকারীরা রিভিউগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।
এ ক্যাম্পেইন নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লাইকি। সিনেমা নিয়ে আমাদের ব্যবহারকারীদের যে জ্ঞান ও দক্ষতা রয়েছে, সেটিকে এবার তারা সকলের কাছে ছড়িয়ে দিতে পারবেন ক্রেজি মুভি এডিটরস কন্টেস্টে অংশগ্রহণ করে।’
৩ বছর আগে