নতুন কমিটি
জাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি অংকুর, সম্পাদক ফাইজান
‘যৌবন তুমি মিলিয়ো না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অদ্রি অংকুর এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইজান আহমেদ অর্ক দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে মাইশা মনি, সহ-সভাপতি হিসাবে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক হিসাবে সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি, কোষাধ্যক্ষ হিসাবে ইসফার সাদী, দপ্তর সম্পাদক হিসাবে মো. রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক হিসাবে ইশতিয়াক বিন ইকবাল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কমিটিতে সদস্য হিসাবে ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ নির্বাচিত হয়েছেন।
উদ্বোধনী সভায় সদ্যসাবেক সভাপতি অমর্ত্য রায়ের সভাপতিত্বে স্বৈরাচার আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
উদ্বোধনী সভা শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে আগামী এক বছর দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং ২টি সদস্যপদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সম্মেলনের দ্বিতীয় দিনে, ক্যাম্পাসের সেলিম আল দীন মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন ও ফ্যাসিবাদবিরোধী কনসার্টে নতুন কমিটি আত্মপ্রকাশ করে।
১৪০ দিন আগে
জবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে ফয়সাল ও শাহিন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়াকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন— জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নাসিম হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মো. তকি, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ এবং মুখপাত্র কামরুল ইসলাম রিয়াজ।
দায়িত্ব পাওয়ার পর ফয়সাল মুরাদ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিকহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন অবস্থানই পারে একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ গড়ে তুলতে।‘
আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, অর্থ আত্মসাতের অভিযোগ
জবির যেকোনো সংকটে অতীতেও তারা সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছেন উল্লেখ করে আগামীতেও সে ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
কমিটির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘আমাদের কাজ শিক্ষার্থীদের নিয়েই, তবে আমাদের সংগঠনের যাত্রা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি থেকে। ফলে প্রথমেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধনা দিতে চাই।’
১৬৯ দিন আগে
ভোলা সমিতি ঢাকা এর নতুন কমিটি গঠন
ভোলা সমিতি ঢাকা এর নতুন কমিটি গঠন কল্পে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ বাংলাদেশ(আই ই বি) ঢাকা কেন্দ্রের সম্মেলন মিলনায়তনে ঢাকাস্থ ভোলাবাসীদের নিয়ে সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার।
সভায় ঢাকাস্হ ভোলার শিল্পপতি, ব্যবসায়ী, পুলিশের অতিরিক্ত ডিআইজিরা, আইনজীবীরা, শিক্ষকরা, সাংবাদিকরা, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারকে ভোলা সমিতির ঢাকা এর আহ্বায়ক ও গোলাম মাসুদ খান লাবলুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দীর্ঘক্ষণ চলমান এই সভাটি ঢাকাস্থ ভোলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়। সভায় আট সদস্যের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জনাব হাফিজ ইব্রাহিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন, বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নিরব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
২১৫ দিন আগে
শিশু আয়ানের মৃত্যু: তদন্তের জন্য নতুন কমিটি গঠন
রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খাতনা করতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ কমিটি গঠনের আদেশ দেন।
আরও পড়ুন: চিকিৎসায় অবহেলায় ইউনাইটেড হাসপাতালে মৃতদের তালিকা দাখিলের নির্দেশ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মাকসুদুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে আরও দুইজন চিকিৎসক, দুইজন সিভিল সোসাইটির সদস্য ও একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাখা হয়েছে। কমিটি এক মাসের মধ্যে আয়ানের মৃত্যুর পুরো ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করবে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন- রিটকারী আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানিতে ছিলেন- ব্যারিস্টার সাঈদ আহমেদ রাজা।
আরও পড়ুন: থানা-আদালত প্রাঙ্গণে জব্দ করা মালামালের তথ্য জানাতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ
এর আগে ১৫ জানুয়ারি এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে রুলে আয়ানের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।
এ আদেশ অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরে উপপরিচালক ডা. পরিমল কুমার পালের সই করা ১৫ পৃষ্ঠার প্রতিবেদন ২৮ জানুয়ারি আদালতে দাখিল করা হয়।
উল্লেখ্য, সুন্নতে খাতনা করানোর জন্য আয়ানকে বাড্ডার সাঁতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। খাতনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় ইউনাইটেড হাসপাতালে। সেখানে সাত দিন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকার পর মারা যায় সে।
আরও পড়ুন: দেশের আদালতে দণ্ডিত সবাইকে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী
৬৫৩ দিন আগে
নাটোরে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সংবাদ সম্মেলন
চলমান উত্তেজনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি। রবিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে কৃষকের ধান ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগ
সম্মেলনে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন অভিযোগ করেন, নাটোরের রাজনীতি একটি পরিবারের হাতে জিম্মি হয়ে পড়ায় গতি হারিয়ে ফেলেছে। এ কারণে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি দীর্ঘদিন চেষ্টা করেও নতুন কমিটি করতে ব্যর্থ হয়। এ অবস্থায় কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ক্ষমতা বলে নাটোরের আহবায়ক কমিটি বিলুপ্ত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গত ২০ জুলাই ২১ সদস্য বিশিষ্ট নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করে। চার জন সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের প্রায় সকল নেতারা নতুন কমিটিকে স্বাগত জানালেও বিলুপ্ত কমিটি নানা অপপ্রচার শুরু করে।
আরও পড়ুন: বিনামূলে ‘অক্সিজেন সেবা’ চালু করল স্বেচ্ছাসেবক লীগ
সংবাদ সম্মেলন থেকে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বিশৃঙ্খলা সৃষ্ঠিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
১৫৯৩ দিন আগে
নড়াইলের জেলা আ’লীগ কমিটিতে সদস্য মাশরাফি, উপদেষ্টা বাবা
নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা স্থান পেয়েছেন।
রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে নড়াইল জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন: রাজ্জাকের বাম হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে মস্তিষ্কের: মাশরাফি
সংগঠন সূত্র জানায়, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাশরাফী বিন মোর্ত্তজা রয়েছেন সদস্য পদে। সদস্য তালিকার চার নম্বরে রয়েছে তার নাম। এছাড়াও উক্ত কমিটিতে তার পিতা গোলাম মোর্তজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে।
এর আগে গত বছর ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফী আওয়ামী লীগের কমিটিতে নতুন না হলেও তার বাবা গোলাম মোর্তজা স্বপন ছাত্র রাজনীতিতে কলেজ জীবনে ছাত্রলীগ করতেন। এবার প্রথম জেলা আওয়ামী লীগের কোনও কমিটিতে স্থান পেয়েছেন তিনি।
এদিকে মাশরাফী নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তিনি নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় নড়াইলবাসী আনন্দিত।
আরও পড়ুন: সম্মিলিত সিদ্ধান্তে দলের বাইরে মাশরাফি: প্রধান নির্বাচক
অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক করে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ মোহাম্মদ আলী, আঞ্জুমান আরা, অ্যাডভোকেট আইয়ুব আলী প্রমুখ।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বকুল কুমার সাহা, মো. রাসেদুল বাশার ডলার ও আবু হেনা মোস্তাফা কামাল স্বপন।
আরও পড়ুন: মাশরাফিকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মাশরাফির ফিরে আসার সুযোগ নেই, বিসিবি প্রধানের ইঙ্গিত
১৬২৮ দিন আগে
হেফাজতের নতুন কমিটি ঘোষণা, বিতর্কিত নেতাদের বিদায়
হেফাজতে ইসলাম জুনায়েদ বাবুনগরীকে আমির হিসেবে বহাল রেখে ও বিতর্কিত নেতা মামুনুল হককে বাদ দিয়ে ৩৩ সদস্যের একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
সোমবার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করে ‘অরাজনৈতিক’ এই দলটি।
হেফাজত নেতা নুরুল ইসলামকে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতা নুরুল ইসলাম জিহাদী রাজধানীর খিলগাঁও মোড়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা করেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে মামুনুল
দলটি সাবেক কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ অন্যান্য বিতর্কিত নেতাদের এবার কমিটি থেকে বাদ দিয়েছে ধর্মীয় এই সংগঠনটি।
বর্তমান কমিটিতে হযরত মাওলানা আতাউল্লাহকে নায়েবে আমির এবং হযরত মাওলানা সাজেদুর রহমানকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। এর পাশাপাশি, হযরত মাওলানা মীর ইদ্রিসকে সাংগঠনিক সম্পাদক এবং হযরত মাওলানা মুহিউদ্দিন রাব্বানিকে প্রচার সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে হেফাজত নেতা মুফতি ফারুক গ্রেপ্তার
এছাড়া হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান করে ১৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করেছে দলটি। একই সাথে ৯ সদস্যের খাস কমিটি বা মজলিসে সুরা গঠন করা হয়।
২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতের তাণ্ডব এবং পরবর্তী অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ এপ্রিল হেফাজত প্রধান বাবুনগরী তখনকার কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
আরও পড়ুন: হেফাজতের মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারায়ণগঞ্জ পুলিশ
সারাদেশে হেফাজতের তাণ্ডবকে কেন্দ্র করে অন্তত ৬৯ হাজারে অধিক ব্যক্তিকে আসামি করে অন্তত ৭৭টি মামলা করা হয়। ওই সকল মামলার পর থেকেই প্রতিদিনই হেফাজতের প্রভাবশালী নেতা থেকে শুরু করে কর্মী পর্যায়ের সদস্যদের গ্রেপ্তার করতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী।
গত ৫ জুন নারায়ণগঞ্জের একটি আদালত পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
এর আগে গত ১৮ এপ্রিল মামুনুলকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
হেফাজতের ২৬ শে মার্চের তাণ্ডব ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছিলেন হেফাজতের এই সাবেক কেন্দ্রীয় নেতা।
১৬৪২ দিন আগে