হেফাজতে ইসলাম জুনায়েদ বাবুনগরীকে আমির হিসেবে বহাল রেখে ও বিতর্কিত নেতা মামুনুল হককে বাদ দিয়ে ৩৩ সদস্যের একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
সোমবার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করে ‘অরাজনৈতিক’ এই দলটি।
হেফাজত নেতা নুরুল ইসলামকে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতা নুরুল ইসলাম জিহাদী রাজধানীর খিলগাঁও মোড়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা করেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে মামুনুল
দলটি সাবেক কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ অন্যান্য বিতর্কিত নেতাদের এবার কমিটি থেকে বাদ দিয়েছে ধর্মীয় এই সংগঠনটি।
বর্তমান কমিটিতে হযরত মাওলানা আতাউল্লাহকে নায়েবে আমির এবং হযরত মাওলানা সাজেদুর রহমানকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। এর পাশাপাশি, হযরত মাওলানা মীর ইদ্রিসকে সাংগঠনিক সম্পাদক এবং হযরত মাওলানা মুহিউদ্দিন রাব্বানিকে প্রচার সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে হেফাজত নেতা মুফতি ফারুক গ্রেপ্তার
এছাড়া হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান করে ১৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করেছে দলটি। একই সাথে ৯ সদস্যের খাস কমিটি বা মজলিসে সুরা গঠন করা হয়।
২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতের তাণ্ডব এবং পরবর্তী অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ এপ্রিল হেফাজত প্রধান বাবুনগরী তখনকার কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
আরও পড়ুন: হেফাজতের মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারায়ণগঞ্জ পুলিশ
সারাদেশে হেফাজতের তাণ্ডবকে কেন্দ্র করে অন্তত ৬৯ হাজারে অধিক ব্যক্তিকে আসামি করে অন্তত ৭৭টি মামলা করা হয়। ওই সকল মামলার পর থেকেই প্রতিদিনই হেফাজতের প্রভাবশালী নেতা থেকে শুরু করে কর্মী পর্যায়ের সদস্যদের গ্রেপ্তার করতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী।
গত ৫ জুন নারায়ণগঞ্জের একটি আদালত পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
এর আগে গত ১৮ এপ্রিল মামুনুলকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
হেফাজতের ২৬ শে মার্চের তাণ্ডব ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছিলেন হেফাজতের এই সাবেক কেন্দ্রীয় নেতা।