চীনা নাগরিক
সামাজিক যোগাযোগ মাধ্যমে জালিয়াতির অভিযোগে ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ১৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋণ কেলেঙ্কারির অভিযোগে শনিবার (২৫ নভেম্বর) এক চীনা নাগরিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় চক্রটির ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের প্রধান ঝ্যাং জি ঝাহ্যাং (৬০) নামে এক চীনা নাগরিক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে।
চক্রটি বৈধ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক ছাড়াই সহজ ঋণের সুযোগ এবং চাকরির আবেদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রতারণামূলক স্কিমগুলোতে জড়িত ছিল।
অভিযানের সময় পুলিশ সন্দেহভাজনদের কাছ থেকে আলামত জব্দ করে এবং ২৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য উদঘাটন করে।
আরও পড়ুন: রংপুরে পরিচ্ছন্নতাকর্মীর সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, গত দুই বছরে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এই গ্রুপটি।
তবে এই অর্থের কোনোটিই বাংলাদেশে নেই। সবগুলোই চীনে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শুধু গত ছয় মাসে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এই চক্রটি দেশটিতে কমপক্ষে ১ হাজার ৫০০ মানুষকে প্রতারিত করেছে।
ডিবি প্রধান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, চীনা নাগরিকদের তৈরি একটি অ্যাপের সার্ভার সিঙ্গাপুরে রয়েছে এবং কল সেন্টারগুলো বাংলাদেশ ও পাকিস্তানে অবস্থিত। চক্রটি ভুক্তভোগীদের অল্প পরিমাণ টাকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।
তারা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রতারিতদের প্রলুব্ধ করেছিল। যা একবার ইনস্টল হয়ে গেলে প্রতারকদের ভুক্তভোগীদের মোবাইল ফোনে ফটো, ভিডিও এবং যোগাযোগের তালিকার মতো গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করতে পারত।
পরবর্তীকালে, প্রতারকরা ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতে এবং অর্থ আদায়ের জন্য এই তথ্য ব্যবহার করে, কখনও কখনও মিথ্যা ছবি এবং ভিডিও তৈরি করে।
হারুন আরও বলেন, প্রতিবেশী দেশে এসব অ্যাপ থেকে ঋণ নিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে ৬০ জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে কেউ আত্মহত্যা করেছে কিনা তা জানা যায়নি।
ডিবি প্রধান পরামর্শ দেন, এই চক্রের হাতে কেউ প্রতারিত হলে ভুক্তভোগীর মামলা করা উচিত।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। তারা আত্মগোপনে চলে গেছে। তাদের আইনের আওতায় আনতে ডিবির অভিযান চলছে।
আরও পড়ুন: জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে জাপা: চুন্নু
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া, হাসপাতালে স্যালাইন সংকট
১১ মাস আগে
খুলনায় চীনা নাগরিকের লাশ উদ্ধার
খুলনা মহানগরী থেকে ওয়াং সিয়াও খুই (৪৪) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে মহানগরীর খালিশপুর চরের হাটের ভৈরব নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত ওয়াং সিয়াও খুই খুলনা নিউজপ্রিন্ট মিলের নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকৌশলী ছিলেন।
খালিশপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নিমাই মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাইরে বের হন। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেননি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। কিন্তু শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত তার সন্ধান মেলেনি। শনিবার সকালে কয়েকজন মিলে খোঁজাখুজি শুরু করলে ভৈরব নদে তার লাশটি ভাসমান অবস্থায় দেখা যায়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ তদন্ত শুরু করেছে। তাৎক্ষণিকভাবে এ মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: ঢাবি হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সীতাকুণ্ডে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
১ বছর আগে
করোনাভাইরাস শনাক্ত: ঢাকা বিমানবন্দর থেকে ৪ চীনা নাগরিক আইসোলেশনে
কোভিড -১৯ শনাক্ত হওয়ায় চীন থেকে ফিরে আসা চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘চার যাত্রীর মুখ লাল হওয়ায় তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের আইসোলেশনে রাখার জন্য মহাখালী ডিএনসিসি হাসপাতালে পাঠানো হয়।’
চীন ও ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের নতুন সাব-ভেরিয়েন্ট (ওমিক্রন বিএফ.৭) বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার সকল বিমানবন্দর, স্থলবন্দর ও সারা দেশে নদী বন্দরে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
আরও পড়ুন: করোনা: শনাক্ত ৭, মৃত্যু নেই
দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬
করোনা: দেশে মৃত্যু নেই, শনাক্ত ৮
১ বছর আগে
অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং ও পরিচালক খসরু আল রহমান ১৩ বছর, দি সিনফা নিটার্স লিমিটেডের পরিচালক মনসরুল হক ও মো. গোলাম মোস্তফার ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা সবাই পলাতক আছেন বলে জানা গেছে।
এছাড়া ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এক্সপোর্ট) আব্দুল ওয়াদুদ খান ও তৎকালীন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীকে ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন: জয়পুরহাটে বিরোধের জেরে শিশু হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
এর আগে ২৬ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ১৬ নভেম্বর নতুন দিন ধার্য করেন বিচারক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে একটি জাল দলিল তৈরি করে তা খাঁটি হিসেবে ব্যাংকে বন্ধক রাখেন। দীর্ঘদিন ব্যাংকের কাছ থেকে ব্যাক টু ব্যাক এলসি খোলার নিশ্চয়তা নিয়ে ব্যবসা পরিচালনা করেন।
এরপর ব্যাংকের দায়দেনা বাবদ দুই কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮ টাকা পরিশোধ না করে গা-ঢাকা দেন। যাতে ব্যাংক জাল-জালিয়াতির কাগজপত্র দিয়ে গ্রহণকৃত বন্ধকী জমি বিক্রি করে তাদের টাকা উদ্ধার করতে না পারে। তাদেরও কোনো হদিস করতে না পারে। আর এর ফলে প্রকৃত জমির মালিকও হয়রানির শিকার হন।
এ ঘটনায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন ২০১৭ সালের ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
একই কর্মকর্তা মামলাটি তদন্ত করে ছয় জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৪ জুন চার্জশিট দাখিল করেন।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। বিচার চলাকালীন ১৩ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তরুণীকে হত্যার দায়ে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড
খুলনায় মাদক মামলায় এক নারীর ১০ বছরের কারাদণ্ড
১ বছর আগে
স্বর্ণ চোরাচালান মামলা: চট্টগ্রামে চীনা নাগরিকের ৭ বছর কারাদণ্ড
চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় এক চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
নগরীর পতেঙ্গা থানার একটি মামলায় রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা বেগমের আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ফ্যান রংগুই চীনের জিং ওয়েস্ট আরডি বিয়াং জেলার ফ্যান উই ঝাংয়ের ছেলে। তার পাসপোর্ট নম্বর ইএ ১৭২৪৩৪৮।
আরও পড়ুন: চট্টগ্রামে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত,ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, চীনা নাগরিক ফ্যান রংগুইয়েরর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় কারাদণ্ডের এই রায় দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ মে বিজি-১৪৮ দুবাই থেকে চট্টগ্রামের হজরত শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সোয়া ৭টার দিকে অবতরণ করে। এ সময় চীনা নাগরিক ফ্যান রংগুই এর পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় কাস্টমসের কর্মকর্তাদের। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
এ ঘটনায় একইদিন শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। এ মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে ফ্যান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্য উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত
২ বছর আগে
পেকুয়ায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: কীর্তনখোলায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
২ বছর আগে
চট্টগ্রামে চীনা নাগরিকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অবস্থিত চায়না পেট্রোলিয়াম পাইপলাইন (সিপিপি) ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে তিনি মারা যান।
আরও পড়ুন: নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার
মৃত থিয়াং ইউ (৪০) বাদামতলি আপেল টাওয়ারের বাসিন্দা। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
পাচঁলাইশ থানা পুলিশের ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, শুক্রবার রাতে কর্ণফুলী উপজেলার ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে সহকর্মীরা অসুস্থ থিয়াং ইউকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় দুই চীনা নাগরিকসহ নিহত ৩
২ বছর আগে
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে একটি বিদেশি জাহাজ থেকে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চীনা নাগরিক হু হাইকিয়াং (৩৮) মায়েকর্স জাকার্তা জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর পানামার পতাকাবাহী জাহাজ ‘মায়েকর্স জাকার্তা’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে আসে। আজ সকালে বহির্নোঙরে নোঙর করতে গিয়ে ছিটকে সাগরে পড়ে যান হাইকিয়াং হু।
এ সময় কোস্টগার্ডকে খবর দেয়া হলে কোস্টগার্ডের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাবিক ‘হাইকিয়াং হু’কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ও লাশ নিহতের নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের কাছে ডুবে গেছে পণ্যবাহী লাইটার জাহাজ
শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট চলছে
চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
৩ বছর আগে
সড়ক দুর্ঘটনায় দুই চীনা নাগরিকসহ নিহত ৩
বরগুনায় মাইক্রোবাস খাদে পড়ে তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। মাইক্রোবাস চালক আহত হয়েছেন। রবিবার মধ্য রাতে জেলার আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও তাদের দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান। ফখরুলের বাড়ি ঢাকার গুলশানে। তার বাবার নাম মো. আনিসুর রহমান। পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আহত গাড়িচালক মো. মুসা মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে।
আরও পড়ুন: নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার
জানা গেছে, দুই চীনা নাগরিক ও তাদের দোভাষী ঢাকা থেকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং, দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত গাড়িচালক মো. মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িটি পানির নিচে তলিয়ে থাকায় তিনজন মারা যান। পুলিশ রাতেই নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বরগুনা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বলেন, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও চীনা দুতাবাস নিহত দুই চীনা নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেয়ার সকল ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক হলে চীনে ফিরতে অগ্রাধিকার পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা
৩ বছর আগে
নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের দক্ষিণাংশে একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে মৃত চীনা শ্রমিক জি কিন কুংওয়েন (৩৪) বুধবার সকালে নিখোঁজ হন।
আরও পড়ুন: এস আলমের বিদ্যুৎকেন্দ্র থেকে চীনা নাগরিক নিখোঁজ
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আকতার হোসেন জানান, সকালে জলাশয়ে ওই চীনা নাগরিকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, ‘সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে নিখোঁজ শ্রমিকের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করে দেখছে।’
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক খুনের ঘটনায় মামলা
উল্লেখ্য, বুধবার সকালে ওই চীনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন।
এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এরপর তাকে আর কেউ বিদ্যুৎকেন্দ্রে দেখেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজের ডায়েরি করে কর্তৃপক্ষ।
৩ বছর আগে