ফোন কল
প্রেসিডেন্ট হত্যায় জড়িত থাকার সন্দেহ নাকচ হাইতির প্রধানমন্ত্রীর
হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েসকে হত্যার সাথে জড়িত থাকার সন্দেহ নাকচ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। প্রেসিডেন্ট হত্যায় প্রধান সন্দেহভাজনের সাথে ফোন কল নিয়ে হেনরির কার্যালয় থেকে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্য বিবৃতি দেয়া হয়েছে।
প্রমাণের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টকে হত্যার পর তার নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তিনি অসংখ্য ফোন কল পেয়েছিলেন।
আরও পড়ুন: আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
কার্যালয় থেকে জানানো হয়েছে, কারা তাকে ফোন করেছে বা কথোপকথনের প্রকৃতি কেমন ছিলো তা নির্ধারণ করা অসম্ভব। তাছাড়া হেনরি সব কল নিতেও পারেননি।
প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে অফিসটি জানায়, এমন একটি ঘটনার পর অনেকেই স্বাভাবিকভাবেই তার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আরও পড়ুন: হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪১
পোর্ট-অ-প্রিন্সের সাবেক প্রধান প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লড, যাকে হেনরি এই সপ্তাহে বরখাস্ত করেছিলেন, যিনি ময়েসকে হত্যার কয়েক ঘণ্টা পরেই তাঁর এবং জোসেফ বাদিওর মধ্যে দুটি কল সম্পর্কে কথা বলার জন্য প্রধানমন্ত্রীকে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন।
গত ৭ জুলাই নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র একটি দল মধ্যরাতে প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। হামলায় প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি মার্টিন ময়েসও আহত হন। এ হামলার সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ বছর আগে
৯৯৯ এ ফোন কলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার, আটক ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে ঢাকার উত্তরা থেকে নির্যাতিত গরম পানিতে দগ্ধ এক গৃহকর্মীকে উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। গৃহকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ও নির্যাতনের অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জাতীয় জরুরি সেবা।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ১৬ তলার কার্ণিশ থেকে আটকে পড়া বিড়াল উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় একজন কলার ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭ সি সড়কের ২০ নম্বর বাড়ি থেকে ফোন করে জানান, বাড়িটিতে এক নারী গৃহকর্মীকে গৃহকর্তার মেয়ে প্রচণ্ড মারধর ও গরম পানি ছুঁড়ে আহত করে একটি রুমে আটকে রেখেছে। কলার জানান তিনি প্রতিবেশি, তিনি আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল দিয়ে ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধার, আটক এক
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।
সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: রেলওয়ে স্টাফ কোয়ার্টার থেকে অজগর উদ্ধার
পরে উত্তরা পশ্চিম থানার এস আই কাঞ্চন ৯৯৯ কে ফোনে জানান, তারা নির্যাতনের শিকার গুরুতর আহত গৃহকর্মী নিশা (১৮) কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠিয়েছেন এবং নির্যাতনের অভিযোগে গৃহকর্তার মেয়ে তানজিনা রহমান (২৪) কে আটক করে থানায় নিয়ে আসেন।
পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
৩ বছর আগে