বৃক্ষরোপণ
মরিশাসে বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপণ
মুজিববর্ষের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের বাংলায় ভাষণ দেয়া ৪৭তম বার্ষিকী উপলক্ষে মরিশাসের পোর্ট লুইসের প্লেন-ভিয়ার পার্কে ৪৭টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশন মরিশাস ও সিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে মরিশাস সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু ও পরিবেশমন্ত্রী কাভিদাশ রামানো উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা
স্বাগত বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ বলেন, অত্যন্ত গর্বের বিষয় যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীও একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছেন। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় সদস্য দেশগুলোর সাথে জলবায়ু পরিবর্তের বিরূপ প্রতিক্রিয়া নিরসনে ও মানিয়ে নেয়ার লক্ষ্যে একযোগে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এ সব বৃক্ষ পরিবেশ সংরক্ষণে সাহায্য করবে।
আরও পড়ুন: সৌদির ওয়াদি আদ দাওয়াসির শহরে বাংলাদেশিদের দূতাবাসের কনস্যুলার সেবা
মরিশাস সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর স্মরণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পার্কের পরিবেশ আরও সুশীতল ও স্নিগ্ধ হবে এবং বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তির স্মরণে এ ধরনের মহৎ কর্ম অত্যন্ত প্রশংসার দাবি রাখে। সেই সাথে পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষায় এ ধরনের কর্মসূচী বিশেষ অবদান রাখবে।
আরও পড়ুন: আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরিবেশ মন্ত্রী কাভিদাশ রামানো বলেন, মরিশাস কপ-২৬ এ যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ সম্মেলনের ফলাফলের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি।
সেই সাথে এই চারাগাছগুলো একদিন বৃক্ষে পরিণত হওয়ার মাধ্যমে পার্কের পরিবেশ আর মনোরম করে তুলবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
৩ বছর আগে
সবুজ ভবিষ্যতের জন্য বেশি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে আরও সবুজ করে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে তিনটি করে চারাগাছ রোপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী গণভবন থেকে বাংলাদেশ কৃষক লীগের তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় পরিবেশ সুরক্ষিত রেখে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, তার আমলে দেশব্যাপী ব্যাপক বনায়নের কারণে দেশে বনায়নের পরিমাণ ৭ শতাংশ থেকে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে সামাজিক বনায়নের পাশাপাশি প্রত্যেকটি ঘরে বৃক্ষরোপণ কর্মসূচীর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা আছে বলে তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, এরূপ পদক্ষেপ দেশে বনায়নের পরিমাণ বৃদ্ধি করবে এবং বিশ্বে বাংলাদেশ এই ব্যাপারে উদাহরণ হয়ে উঠবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
তিনি আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও যারা ববঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন সবাইকে কমপক্ষে একটি ফলজ, একটি বনজ এবং একটি একটা ভেষজ গাছ রোপন করতে বলেন।
এর আগে তিনি পলাশ চারা রোপণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন।
৩ বছর আগে