বাংলাদেশকে আরও সবুজ করে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে তিনটি করে চারাগাছ রোপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী গণভবন থেকে বাংলাদেশ কৃষক লীগের তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় পরিবেশ সুরক্ষিত রেখে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, তার আমলে দেশব্যাপী ব্যাপক বনায়নের কারণে দেশে বনায়নের পরিমাণ ৭ শতাংশ থেকে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে সামাজিক বনায়নের পাশাপাশি প্রত্যেকটি ঘরে বৃক্ষরোপণ কর্মসূচীর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা আছে বলে তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, এরূপ পদক্ষেপ দেশে বনায়নের পরিমাণ বৃদ্ধি করবে এবং বিশ্বে বাংলাদেশ এই ব্যাপারে উদাহরণ হয়ে উঠবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
তিনি আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও যারা ববঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন সবাইকে কমপক্ষে একটি ফলজ, একটি বনজ এবং একটি একটা ভেষজ গাছ রোপন করতে বলেন।
এর আগে তিনি পলাশ চারা রোপণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন।