একই পরিবার
সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আদর্শগ্রাম শিমেরখাল আশ্রয়ণ প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে করতোয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
নিহতরা হলেন- শিমেরখাল গ্রামের দিনমজুর এমারুল মিয়া (৫৫), তার স্ত্রী পলি আক্তার (৪৫), শিশু সন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিমেরখাল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এমারুল, তার স্ত্রী ও চার সন্তান। হঠাৎ করে দিবাগত রতে ধোঁয়া ও আগুন দেখে চিৎকার করতে থাকে আশেপাশের লোকজন। কিন্তু ভেতর থেকে এমারুল ও তার পরিবারের কারও সাড়া মিলেনি। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ভেতরে ৬ জনের দগ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক আগুনে ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
২ মাস আগে
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
চট্টগ্রাম মহানগরীতে একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণে আগুন
অগ্নিদগ্ধরা হলেন-কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ
কুড়িগ্রামে কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো পা
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়াডাঙ্গীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই উপজেলার সড়কের হরিহরপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার মথুরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম ( ৪৫) এবং তাদের মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিমির আজ (রবিবার) মাদরাসায় বার্ষিক পরীক্ষা ছিল। মেয়ে সিমিকে নিয়ে মা ও বাবা মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী মাদরাসায় যাচ্ছিল। বালিয়াডাঙ্গী হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস হরিহরপুর এলাকায় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা হাসিনা বেগম মারা যান। আহত বাবা মাসুদুর রহমান ও সিমিকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে আহত দুজনও মারা যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফ পরিবহনের বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে শিগগিরই বাসসহ চালককে আটক করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
২ বছর আগে
কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বীর বাঘৈর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬
বিস্ফোরণে আহতরা হলেন- রাজু মিয়া (২৮), তার দুই কন্যা সন্তান, চাচাতো ভাই হাবিব এবং মুন্না। ঘটনার পরপর ই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজু মিয়া তার বাড়ির পাশে একটি ঘরে বন্ধুদের জন্য গ্যাস সিলিন্ডার চুলায় মুরগীর ফ্রাই করার সময় দু’বার চুলা বন্ধ হয়ে যায়। তৃতীয় বার মুন্না ও রাজু চুলা জ্বালাতে গেলে মুহুর্তেই সিলিন্ডার বিস্ফারণ ঘটলে তারা দগ্ধ হয়। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে।
৩ বছর আগে
সিলেটে মা ও ২ শিশুকে গলাকেটে হত্যা
সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে গুলি করে হত্যা, এএসআই আটক
নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৯) ও মেয়ে আনিছা (৪)। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: মাছ চুরির অভিযোগে কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে ‘হত্যা’
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানোর শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এসময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিন জনের লাশ ও হিফজুরকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: হত্যার ৯ দিন পর মাগুরায় নিহতের বিচ্ছিন্ন মাথা, পা উদ্ধার
খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক মহসিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা আবদুল আহাদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছে পুলিশ।
৩ বছর আগে