পুলিশি জিজ্ঞাসাবাদ
জন্মদিনে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি মিঠুন
জন্মদিনে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। গত তিন মাস আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এক বিতর্কিত বক্তব্যের জন্য তাকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।
জানা গেছে, নির্বাচনী বক্তব্যে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে মিঠুনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ দায়ের করেছিল। এই অভিযোগের ব্যাপারেই তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন: বলিউড: আইসোলেশন জীবনে স্যোশাল মিডিয়ায় সরব ক্যাটরিনা
বিধানসভা নির্বাচনের প্রচারণার সময় গত সাত মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ৭১ বছর বয়সী মিঠুন তার একটি বাংলা সিনেমার কয়েকটি জনপ্রিয় সংলাপ বলেন। মোদির উপস্থিতিতে মিঠুনের এই ধরনের বক্তব্যে অনেকেই ভেবেছিলেন তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু তালিকায় তার নাম উঠেনি।
আরও পড়ুন: বলিউডে মাদক কেলেঙ্কারি: মিডিয়া ট্রায়ালের অভিযোগে কাঠগড়ায় ২ চ্যানেল
১৯৫০ সালের ১৬ জুন জন্ম নেওয়া ভারতের এই খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা একজন সমাজ সংগঠক এবং উদ্যোক্তা হিসেবেও পরিচিত। ১৯৭৬ সালে মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ‘সেরা অভিনেতা' হিসেবে ভারতের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করেন।
৩ বছর আগে