ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু
সিলেটে ছাদে ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু
সিলেটে ফুটবল খেলতে গিয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে ওয়াহাব মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জেলার দক্ষিণ সুরমার সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বদিকোনা এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ছাদে ফুটবল খেলতে গিয়ে পা পিছলে শিশুটির মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিক তাকে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, ‘ফুটবল খেলতে গিয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে ওয়াহাব মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘তার বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১ বছর আগে
ফুটবল খেলতে গিয়ে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে গলায় বাঁশের আগা ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উপজেলার বন্যাকান্দি বাজারের কাছে মনিরপুর গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ (১০) ওই গ্রামের বাবু সরকারের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বুধবার বিকাল ৫টার দিকে মনিপুর গ্রামের ওমর আলীর বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে ৪-৫ জন শিশু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে মাঠের মাঝে হেলে থাকা বাঁশের দিকে শুভ ঝুঁকে পড়লে বাঁশের আগা গলায় ঢুকে যায়।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ওসি জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ বছর আগে