রাজশাহী সিটি
রাজশাহী সিটিতে আরেক দফা বাড়লো বিশেষ লকডাউন
মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে জেলা প্রশাসন। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এই লগডাইন বলবৎ থাকবে।
বুধবার রাতে রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনসহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: কোভিড-১৯: লকডাউন এবার ১৫ জুলাই পর্যন্ত বাড়ল
পরে সার্কিট হাউজের সামনে ব্রিফিং করে নতুন এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান মেয়র লিটন।
রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ জুন থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। ১৭ জুন রাত ১২টায় এর মেয়দ শেষ হওয়ার কথা থাকলেও, পরিস্থিতি বিবেচনা করে একদিন আগেই আরও আট দিনের সর্বাত্মক এ লকডাউন ঘোষণা করা হয়।
আরও পড়ুন: মোংলা পোর্ট পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ
লগডাউনের বিষয়ে মেয়র লিটন জানান, গত ছয়দিন রাজশাহীতে করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। সংক্রমণ উঠানামা করলেও মৃত্যু হার একই থেকে গেছে। ফলে সর্বাত্মক লকডাউন ১৭ তারিখের পর আরও সাতদিন বাড়নো হয়েছে। যা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘এই লকডাউনে বৃহস্পতিবার থেকেই রাজশাহী সিটিকে জেলা থেকে একেবারে বিচ্ছিন্ন করা হবে। জেলা থেকে মহানগরীর অভ্যন্তরের প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেয়া হবে। যাতে করে মহানগরী থেকে কেউ বাইরে কিংবা জেলা থেকে কেউ মহানগরীতে প্রবেশ করতে না পারে। জরুরি সেবা ব্যতীত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
এসময় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
৩ বছর আগে