খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতাল
করোনায় খুমেকে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু
খুলনা, ১৯ জুন (ইউএনবি)- গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতালে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।
শনিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: রামেকে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা আক্রান্ত হয়ে ও বাকি তিন জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এছাড়া হাসপাতালে বর্তমানে ১৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে রেড জোনে ৯৫ জন, ইয়েলো জোনে ২১, এইচডিইউতে ২০ ও আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
এদিকে শুক্রবার (১৮ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু
৩ বছর আগে