লুকানা প্রদেশ
পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু
পেরুতে মাইন শ্রমিকদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২৭ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শুক্রবার দেশটির লুকানা প্রদেশে ওই শ্রমিকদের বহনকারী বাসটি রাস্তার বাইরে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই শ্রমিকদের বহনকারী বাসটি পাল্লানকাটা স্বর্ণের খনি থেকে আরেকুইপা শহরে দিকে যাচ্চিলো।
আরও পড়ুন: স্ত্রীর পর চলে গেলেন কিংবদন্তী মিলখা সিং
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা হুগো মেজা বলেন, লুকানার পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে আহত ও নিহতরা বিভিন্ন দিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে।
আরও পড়ুন: বাইডেন রাজত্বের ১৫০ দিনে ৩০ কোটি টিকার মাইলফলক
লন্ডন ভিত্তিক হকশিল্ড মাইনিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকাচ্ছন্ন। আমরা ইতোমধ্যেই ঘটনা তদন্তের ব্যবস্থা নিয়েছি। তবে ঘটনায় শিকার ব্যক্তি এবং তাদের পরিবারকে সহায়তা করাই এখন আমাদের প্রাথমিক কর্তব্য।’
আরও পড়ুন: বিদ্রোহ রুখতে মিয়ানমারে গ্রাম পোড়ালো জান্তা বাহিনী
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
৩ বছর আগে