অটোবাইক
ঝালকাঠিতে অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের
ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মনির চৌকিদার (৪৫)।
আরও পড়ুন: কুড়িগ্রামে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানায়, মনির চৌকিদার সকাল থেকে অটোবাইকে যাত্রী নিয়ে ভৈরবপাশা বাজার থেকে ঝালকাঠি যাতায়াত করায় চার্জ শেষ হয়ে যায়। দুপুর ১২টার দিকে ভৈরবপাশা বাজারে একটি গ্যারেজে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. বৈশাখী বড়াল জানান, অটোবাইক চালককে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মত্যু
১ বছর আগে
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সদরে ট্রাকচাপায় অটোবাইক চালক এবং খানসামায় অটোবাইকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, শহর থেকে যাত্রী নিয়ে পাঁচবাড়ী যাওয়ার সময় জেলা সদরের জালিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অটোবাইক চালক নিহত হয়েছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
নিহত অটোবাইক চালক বুলবুল হোসেন (৪৫) জেলা সদরের শেখপুরা এলাকার বাসিন্দা।
ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্হানীয়রা।
এছাড়াও খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বটেরহাট এলাকায় রাস্তা পারাপারের সময় অটো বাইকের ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত বৃদ্ধা অমিছা বেগম (৭০) একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের স্ত্রী।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, বাড়ি থেকে রাস্তা পার হয়ে অপর প্রান্তে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন বৃদ্ধা। প্রথমে তাকে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথে মারা যান। বৃদ্ধার পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
চাঁদপুরের মতলবে বাবার লাশ দাফনের পরই বিয়ের পিড়িতে ছেলে
ছেলেকে বিয়ের মিষ্টি কেনার জন্য বাজারে যাওয়ার সময় সড়ক র্দুঘটনায় লাশ হলো বাবা। সেই বাবার লাশ দাফন করেই বিয়ে করে নববধূকে ঘরে তুলেছেন ছেলে। নিহতের নাম আবুল খায়ের বকাউল(৬৫) ।
জেলার মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে শুক্রবার বিকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
আজ শনিবার সারাদিন লোকজনের মুখে এই ঘটনাই ছিলো আলোচনার বিষয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত-২০
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল খায়ের বকাউলের ছেলে রুবেল বকাউলের (কাতার প্রবাসী) সাথে একই গ্রামের মজিব প্রধানের মেয়ের বিয়ের দিন ঠিক করা হয় শুক্রবার।
জুম্মা নামাযের পর ছেলের বিয়ের মিষ্টি ও কিছু বাজার করতে বাড়ির কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইকে করে মতলব বাজারের উদ্দেশ্য রওয়ানা হন আবুল খায়ের। দগরপুর এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোবাইকে থাকা আবুল বকাউল ছিটকে নসিমনের নীচে পড়ে যান। ছেলেসহ স্থানীয় লোকজন তাকে উদ্বার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওইদিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে তার পরিবারের লোকজন এসে আবুল খায়েরের লাশ বাড়িতে নিয়ে দাফন করেন।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
এদিকে লাশ দাফন করার পর সন্ধ্যায় ছেলে রুবেল বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে যান।
এ ব্যাপারে প্রতিবেশী জিলানী তালুকদারসহ অনেকে বলেন, বিয়ের দিন পূর্ব নির্ধারিত হওয়ায় পরিবারের সিদ্ধান্তে বিয়ে সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি জানি না । কেউ থানা পুলিশকে অবহিতও করেনি। তবে, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারোর কোন অভিযোগও নেই।
৩ বছর আগে