দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সদরে ট্রাকচাপায় অটোবাইক চালক এবং খানসামায় অটোবাইকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, শহর থেকে যাত্রী নিয়ে পাঁচবাড়ী যাওয়ার সময় জেলা সদরের জালিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অটোবাইক চালক নিহত হয়েছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
নিহত অটোবাইক চালক বুলবুল হোসেন (৪৫) জেলা সদরের শেখপুরা এলাকার বাসিন্দা।
ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্হানীয়রা।
এছাড়াও খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বটেরহাট এলাকায় রাস্তা পারাপারের সময় অটো বাইকের ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত বৃদ্ধা অমিছা বেগম (৭০) একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের স্ত্রী।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, বাড়ি থেকে রাস্তা পার হয়ে অপর প্রান্তে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন বৃদ্ধা। প্রথমে তাকে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথে মারা যান। বৃদ্ধার পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত