জীবনকে মূল্যহীন
মহামারির মধ্যে দুর্নীতি জীবনকে মূল্যহীন করে তুলেছে: বিএনপি
স্বাস্থ্য খাতে 'ব্যাপক দুর্নীতির' কারণে সরকার টিকা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জনগণের জীবন মূল্যহীন হয়ে উঠেছে বলে রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে করুণ অবস্থা। এখন পর্যন্ত জনগণের করোনার টিকার কোনো নিশ্চয়তা নেই। কারণ, এই টিকার সাথে, স্বাস্থ্য খাতের যারা জড়িত, তারা সবাই দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছেন।’
আরও পড়ুন: বিএনপি নেত্রী নিপুণ রায় জামিনে মুক্ত
জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জিয়া পরিষদ-কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা এসব কথা বলেন।
সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে পরিকল্পিত উপায়ে অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘তারা মেগা প্রকল্পের মাধ্যমে জনসাধারণের অর্থ লুট করছে। ১০ হাজার কোটি কোটি টাকার একটি প্রকল্প ৫০ হাজার কোটি টাকার প্রকল্পে পরিণত হচ্ছে, এভাবেই তারা অর্থ উপার্জনের সরঞ্জাম হিসাবে মেগা প্রকল্পগুলো তৈরি করছে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
তিনি বলেন, ‘সরকার গেট তৈরি করার জন্য টাকা দিয়েছে। স্কুল-মাদরাসা সব জায়গায় বড় বড় গেট নির্মাণ করতে হবে। এই মুহূর্তে গেট নির্মাণের চেয়ে ট্রান্স রুট নির্মাণ করা বেশি দরকার। তবে তারা এটি করছে না।’
বিএনপি নেতা বলেন, সামাজিক অপরাধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এখন দেশে মানুষের নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখা যায় ভয়াবহ হত্যার ঘটনা। আজকের (রবিবার) পত্রিকায় যে ঘটনাটি এসেছে তা হলো একটি মেয়ে তার বাবা-মা এবং বোনকে হত্যা করেছে। এই জাতীয় ঘটনাগুলো দেশের আর্থ-সামাজিক অবস্থার চিত্র তুলে ধরে।’
আরও পড়ুন: পরীমণির ঘটনায় সন্দেহের গন্ধ খুঁজছে বিএনপি
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়ন ও কাজের সুযোগ সৃষ্টি করে মানুষের মর্যাদা নিশ্চিত করেছেন।
৩ বছর আগে