আটলান্টা
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮ শিশুসহ নিহত ১৩
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের আটলান্টায় ৮ শিশুসহ ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় ক্লদেত্তের প্রভাবে সৃষ্ট বন্যার ফলে ভেজা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: আগামী ১০ বছরে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার শেষ সুযোগ: জাতিসংঘ মহাসচিব
বাটলার কাউন্টির করোনের ওয়েন গারলক জানান, শনিবার প্রদেশটিতে চলমান ঘূর্ণিঝড়ের ফলে বেশ কয়েকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। এসময় একটি ভ্যানে থাকা সেইফ হোমের আট শিশুসহ গাড়িটি কে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। ওই গাড়ির চালক ও গাড়িতে থাকা তার শিশু সন্তানও ওই দুর্ঘটনায় মারা যায়।
আরও পড়ুন: যুক্তরাজ্যকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে চায় ঢাকা
দুর্ঘটনার শিকার ওই গাড়িটিতে নিহতদের মধ্যে ৪ বছর থেকে ১৭ বছরের শিশু রয়েছে। এরা সকলেই তালাপোসা কাউন্টি গার্লস র্যাঞ্চে থাকতো। এই র্যাঞ্চটি পরিত্যক্ত ও নিপীড়নের শিকার মেয়েদের পুনর্বাসনের কাজ করে থাকে।
ওই দুর্ঘটনায় শুধুমাত্র ক্যান্ডিস গুলে নামে এক নারী বেঁচে গেলেও, তার দুই ১৬ ও ৪ বছর বয়সী দুই সন্তান মারা যায়।
আরও পড়ুন: তাইওয়ানকে ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
এছাড়া আটলান্টার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়াসহ বিভিন্ন দুর্ঘটনায় বাকিরা মারা যান।
৩ বছর আগে