হাজারীবাগ
সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফী ৮ দিনের রিমান্ডে
রাজধানীর হাজারীবাগ থানার অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত রিমান্ডের আদেশ দেন।
এদিন সকালে কাফীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ।
শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: ফের ৫ দিনের রিমান্ডে সাবেক তথ্যমন্ত্রী ইনু
এর আগে কাফীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আব্দুল্লাহ হিল কাফী ধানমন্ডি জোনে অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব পালনকালে সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া ও মাইনুদ্দিন কাজলসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মিলে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মামলার বাদী ইঞ্জিনিয়ার আরিফ মাঈন উদ্দিনকে অপহরণ করে।
হাজারীবাগ থানাধীন অজ্ঞাত স্থানে আটকিয়ে মুক্তিপণ চেয়ে বিপুল পরিমাণ অর্থ বাদীর পরিবার থেকে আদায় করে।
আরও পড়ুন: ফের ৫ দিনের রিমান্ডে সাবেক তথ্যমন্ত্রী ইনু
১ মাস আগে
হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
রাজধানীর হাজারীবাগের বটতলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদরাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ
আহতরা হলেন- আমির হোসেন (৬০), বাদল আহমদ (৫০), তার ছেলে তানভীর আহমেদ (৮) ও মাকসুদা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনোয়ারুল উলুম মাদরাসার সামনে দুর্বৃত্তরা দুটি দেশীয় বোমা বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন: যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার কর্মকর্তা আহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতরা সামান্য আহত হয়েছেন এবং এখন তারা আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
৯ মাস আগে
হাজারীবাগে ২০৩ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবাদান
ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য়, ডিএসসিসি, পিএ-৩ এর নগর মাতৃসদন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন বয়সী মোট ২০৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
পাশাপাশি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেবে মানুষ: তথ্যমন্ত্রী
আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার (র.) ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
নগর মাতৃসদনের শিশু-বিশেষজ্ঞ মোস্তাকিম আহমেদের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি দল শনিবার হাজারীবাগের নগর মাতৃসদন কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এর আগে স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন করেন ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি প্রফেসর ড. কাজী শরীফুল আলম।
তিনি বলেন, ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) মূলত বৈষম্যহীন সমাজেরই স্বপ্ন দেখতেন, তিনি সবসময় দরিদ্র-নিপীড়িত মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভের সাধনা করেছেন।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রূবাইয়া ও সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা. নায়লা পারভীন।
ক্যাম্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লিনিক ম্যানেজার ডা. ইশরাত শারমিন।
আরও পড়ুন: ভারতের রপ্তানি নিষেধাজ্ঞায় রাতারাতি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০০ টাকা ছাড়াল
১০ মাস আগে
হাজারীবাগে গলায় লিচুর বীজ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু
হাজারীবাগে গলায় লিচুর বীজ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু। রাজধানীর হাজারীবাগে মঙ্গলবার (৬ জুন) সকালে গলায় লিচুর বীজ আটকে বাক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত অনিক (১০) নোয়াখালীর মাইজদী উপজেলার উদর হাট এলাকার মো. সাঈদের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শিশুটির মামা রাকিব জানান, লিচু খাওয়ার সময় গলায় লিচু আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
রাজধানীর হাজারীবাগে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের রায়ের বাজারের গাদিঘর এলাকার ভাড়া বাসা থেকে ওই নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান,‘আমরা সন্দেহ করছি যে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, বর্তমানে আমরা নিহতের পরিচয় ও শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
১ বছর আগে
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর হাজারীবাগ এলাকায় রবিবার রাতে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ইলিয়াস ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামে কুরিয়ার সার্ভিসে পার্সেলে কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এবং সিভিল ডিফেন্স সদর দপ্তরের শুল্ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, বুবাজার এলাকায় কেমিক্যাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে পণ্য আনলোড করার সময় রাত ১২টার দিকে বিস্ফোরণটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যানের মাধ্যমে পরিবহন করা কেমিক্যাল পণ্য থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ইলিয়াসের লাশ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পুলিশ ফাঁড়ি ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস জানিয়েছেন, বিস্ফোরণে আহত তিনজনকে দ্রুত হাসাপাতলে আনা হয়।
তিনি আরও জানান, দিলীপ (৪০) এবং আলীকে (২৫) গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় কারিগরি চাকরি মেলা, নিয়োগ পাবেন ৫ হাজার কর্মী
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ৪% কমতে পারে: বিশ্বব্যাংকের সমীক্ষা
বর্তমান সরকার নদী রক্ষায় সচেতন: প্রতিমন্ত্রী
২ বছর আগে
হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বটতলার ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এক ঘন্টা ১৫ মিনিটের চেষ্টায় ৭.৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সোয়া এক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান শাহজাহান।
আরও পড়ুন:পল্টনে ইলেকট্রনিক্স গুদামে আগুন
মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
২ বছর আগে
হাজারীবাগে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাজধানীর হাজারীবাগ এলাকায় বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি আবাসিক ঘর ও একটি রিকশা গ্যারেজ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ঝাউচর বেড়িবাঁধ এলাকায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশেপাশের চারটি বসতঘর, একটি রিকশার গ্যারেজ এবং একটি ভাঙ্গারীর দোকান পুড়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে ৩টা ৫ মিনিটে প্রথম ইউনিট এবং ধাপে ধাপে ৬ টি ইউনিট গিয়ে পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে এরশাদ হোসেন জানিয়েছেন।
পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
গাজীপুরে সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-২।
আরও পড়ুন: গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
গ্রেপ্তাররা হলেন মো. সাগর (১৩), মো. সরফরাজ আহমেদ রিমন (১৭), মো. রায়হান (১৭), মো. পলাশ হোসেন (৩২), মো. মুন্না(১৫), মো. রাসেল (১৬), মো. উজ্জল হোসেন (১৪), শাকিল হাওলাদার (১৮), মো. মুরাদ হোসেন (২০), মো. মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), মো. নাসির উদ্দিন আলবানী (১৯) ও জয় চন্দ্র ঘোষ(১৯)।
সংবাদ সম্মেলনে বলা হয়, র্যাব-২ এর আভিযানিক দল রবিবার রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং এর ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ‘কিশোর গ্যাং’ এর সদস্যদের হামলায় কিশোর নিহত
এসময় তাদের কাছ থেকে ১১টি ছুরি, একটি চাপাতি, তিনটি হোল্ডিং চাকু ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সাথে সংঘর্ষে যুবক খুন: আটক ২৪
র্যাব-২ গত এক মাসে তালিকাভুক্ত ১১টি কিশোর গ্যাং গ্রুপের মোট ৬২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
৩ বছর আগে