রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত ট্যানারির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। একইসঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় বিজিবি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ (শুক্রবার) দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি চামড়ার গুদামে আগুন লাগে। ৭ তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি জানান, শুরুতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যুক্ত বর্তমানে মোট ১১ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ ঘণ্টায় ১১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।