কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার রাতে উপজেলার কুশলিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
আত্মহননকারী শারমিন সুলতানা (১৬) একই এলাকার ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে।
মৃতের স্বজনরা জানান, শারমিন সুলতানা দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার ফল প্রকাশের পর সে পাশ না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সবার অজান্তে রাত ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শারমিন। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত দরজা ভেঙে তাকে মূমুর্ষু অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেননি এবং তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
২ বছর আগে
ঈদে নতুন জামা না পেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা
চাঁদপুরে ঈদে নতুন জামা কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে ১২ বছরের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসমিম আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী আলী আকবর পাটোয়ারীর মেয়ে।
তাসমিমের মা কুলছুমা বেগম জানান, রান্নাঘর থেকে বসত ঘরে এসে হঠাৎ সিলিং ফ্যানের সাথে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়।
তিনি বলেন, ‘ও আমার কাছে নতুন জামা চেয়েছিল। আমি বলেছি পরে কিনে দেব। জামার জন্য সে এভাবে চলে যাবে তা ভাবিনি। তার মৃত্যু বাড়ির ঈদ আনন্দকে মাটি করে দিয়েছে।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পড়ুন: ঈদে নতুন জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা!
২ বছর আগে
কিশোরীর আত্মহত্যা: নড়াইলে স্কুল শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলের কালিয়ায় এক কিশোরীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি স্কুল শিক্ষকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর বাবা।
নিহত শ্রাবনী (১৪) উপজেলার কলাবাড়িয়া গ্রামের এস এম মোস্তাইন হোসেনের মেয়ে।
আরও পড়ুন: ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
মামলার অভিযোগ, নিহত শ্রাবনী প্রতিবেশী মকিদ সরদারের ছেলে যুবা সরদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শ্রাবনীর শারীরিক সমস্যা দেখা দেয়। শ্রাবনী ও তার খালাতো বোন ঘটনাটি যুবা ও তার পরিবারকে জানাতে গেলে প্রেমিক যুবা, তার বাবা মকিত সরদার ও মা ছমিরণ বেগমসহ একই গ্রামের স্কুল শিক্ষক হেমায়েত সরদার তাকে ভৎসনা করে। লোক লজ্জার ভয়ে ও প্রেমিকের কাছ থেকে প্রতারিত হয়ে গত ২৬ এপ্রিল শ্রাবনী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে শ্রাবনীর বাবা মোস্তাইন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার নড়াইলের নড়াগাতী বিজ্ঞ আমলী আদালতে যুবা, মকিত সরদার, ছমিরণ বেগম ও হেমায়েত সরদারকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই যশোরের ওপর ন্যস্ত করেছেন।
আরও পড়ুন: জেব্রা মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে
উপজেলার তালুকদার পাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, অসৎ উদ্দেশ্যে হয়রানি ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে আমাকে আসামি করা হয়েছে। আমি এ ঘটনার কিছুই জানি না।
২ বছর আগে
পাবনায় কীটনাশক পান করে ২ কিশোরীর ‘আত্মহত্যা’
পাবনার চাটমোহরে শনিবার রাতে বিষপান করে দুই কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
তারা হলো, উপজেলার জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে ও হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী যুথী আক্তার (১৫) এবং একই উপজেলার পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকুর মেয়ে ও পাইকপাড়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী শাবানা খাতুন (১৫)।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শনিবার সকালে দুজনই স্কুল ও মাদরাসা থেকে ফেরার পথে বিকালে হান্ডিয়াল বাজার থেকে কীটনাশক কিনে পান করে যে যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা কীটনাশক পানের কথা পরিবারকে জানায়। এই সময় দুজনকে হান্ডিয়াল বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের পাবনা পাঠানো হয়। পাবনার যাওয়ার পথে আটঘরিয়া এলাকায় পৌঁছালে একজন মারা যায়। এছাড়া অপরজন রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা!
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
২ বছর আগে
মাগুরায় পরিবারের ওপর ‘অভিমান’ করে কিশোরীর আত্মহত্যা!
মাগুরার মহম্মদপুর উপজেলায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাদিয়া খাতুন (১৩) একই এলাকার শাহিদুল ইসলামের মেয়ে এবং হরেকৃষ্ণপুর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় ভালোবাসা দিবসে কিশোরীর ‘আত্মহত্যা’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন বলেন, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
স্মার্টফোন কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা!
মাগুরা জেলার শালিখা উপজেলায় স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন না দেয়ায় বাবার সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।
৪ বছর আগে
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, হবিগঞ্জে কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রবিবার হবিগঞ্জের এক কিশোরী আত্মহত্যা করেছে।
৪ বছর আগে
জেএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা, কিশোরের আত্মহত্যা চেষ্টা
২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলায় সুমাইয়া (১৩) নামে এক কিশোরী বুধবার দুপুরে আত্মহত্যা করেছে। অপরদিকে, পিএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে একই উপজেলার রাকিব (১২) নামে আরেক শিক্ষার্থী।
৪ বছর আগে