২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলায় সুমাইয়া (১৩) নামে এক কিশোরী বুধবার দুপুরে আত্মহত্যা করেছে। অপরদিকে, পিএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে একই উপজেলার রাকিব (১২) নামে আরেক শিক্ষার্থী।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, আত্মহত্যাকারী জেএসসি পরীক্ষার্থী সুমাইয়া হরেকৃষ্ণপুর গ্রামের জিয়া মোল্লার মেয়ে এবং আত্মহত্যার চেষ্টাকারী রাকিব মোহাম্মাদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে।
জানা যায়, হরেকৃষ্ণপুর বালিকা বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুমাইয়া। কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ক্ষোভ ও অভিমানে নিজ ঘরেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
অপরদিকে, মোহাম্মাদপুর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে রাকিব। অকৃতকার্য হওয়ায় সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর অবস্থায় রাকিবকে মোহাম্মাদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে ডা. কাজী আবু আহসান তাকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন।