দায়িত্ব
ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডোম জনগোষ্ঠীর দীর্ঘদিনের অনেক বঞ্চনা রয়েছে। আমরা আপনাদের কথা শুনবো, আপনাদের জন্য কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ডোম জনগোষ্ঠী যেভাবে আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের জন্য আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সেভাবেই সামনের দিনগুলোতে কাজ করে যাব। বাংলাদেশের মানুষকে সেবা করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, আমাদের দেশে নানা ধর্ম বর্ণের জনগোষ্ঠী রয়েছে। সকলের অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে। আমরা চাই সামনের দিনগুলোতে সকল বৈষম্য, বঞ্চনা, ভেদাভেদ দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে- যেখানে সকলের নাগরিক অধিকার থাকবে।
উপদেষ্টা বলেন, দেশটা আমাদের সকলের, এদেশে আমরা মিলেমিশে থাকব। ফলে আমাদের প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে, তাদের সুবিধা অসুবিধা দেখা আমাদের সকলেরই কর্তব্য বলও তিনি মন্তব্য করেন।
সভায় ডোম জনগোষ্ঠীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ডোম সম্প্রদায়ের জনগণকে মিষ্টিমুখ করান উপদেষ্টা।
আলোচনা সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে: উপদেষ্টা নাহিদ
২ মাস আগে
অত্যন্ত গুরুত্বের সঙ্গে শরণার্থীদের দায়িত্ব নেওয়া উচিত প্রতিটি দেশের: ডেভিড ক্যামেরন
নিজস্ব চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, প্রতিটি দেশের শরণার্থীদের দায়িত্ব নেওয়া উচিত।
সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কের সময় তিনি বলেন, 'এত শরণার্থী গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ যে ভূমিকা পালন করছে তার জন্য প্রশংসা করা উচিত।’
ক্যামেরন বলেন, স্পষ্টতই সেখানে বিশাল চাপ রয়েছে- শিবিরের পরিস্থিতি এবং পর্যাপ্ত খাদ্য আছে কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে - তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এক মিলিয়ন লোকের দেখভাল করছে।
আরও পড়ুন: মেট্রোরেল টঙ্গী পর্যন্ত সম্প্রসারণে জরিপ চলছে: ওবায়দুল কাদের
তিনি বলেন, ‘আর এ কারণেই আমরা এটিকে যতটুকু পারছি সমর্থন করছি। অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিটি দেশের শরণার্থীদের দায়িত্ব নেওয়া উচিত।’
২০১৭ সাল থেকে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩৭৩ মিলিয়ন পাউন্ডের বেশি এবং মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের জন্য ৩০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সহায়তা দিয়েছে।
গত ডিসেম্বরে গ্লোবাল রিফিউজি ফোরামে আমরা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের মানবিক সংকটের জন্য অতিরিক্ত ৭ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছি।
রোহিঙ্গাদের পরিস্থিতি অনুকূলে থাকলে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও যুক্তরাজ্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথ ছাড়বে না: বিএনপি
ন্যাম সম্মেলন: ফিলিস্তিনিদের সমর্থন, রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
১১ মাস আগে
সব দলকে নির্বাচনে আনার দায়িত্ব থেকে সরে আসছে ইসি
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সামনের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে কোনো সমঝোতা না হলে, যেসব দলই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তাদের নিয়েই তারা নির্বাচন করবেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করা নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করব। রাজনৈতিক সমঝোতা আমাদের জন্য বড় বিষয় নয়।’
রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিশ্বাসযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, ‘ইসি যদি কোনো সংলাপের আয়োজনের কোনো উদ্যোগ নেয়, তাহলে তা জানানো হবে। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি। তাদের (বর্জনকারীদের) আত্মবিশ্বাস ও মানসিকতা গড়ে তোলা তাদের প্রয়োজন।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো ভুল করেছি? কোনো আইন লঙ্ঘন করেছি? আমরা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ক্রমাগত এজন্য চেষ্টা করছি।’
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সমর্থনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা নিতে হবে। তাদের (সরকার) সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘সরকারও চায় একটি সুষ্ঠু নির্বাচন। আমরা এতে বিশ্বাস করি। তবে আমরা পারব কি না, তা এখনই বলা যাবে না। আমরা আমাদের মতো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।’
আরও পড়ুন: সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন সিইসি: খসরু
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোনো ঘাটতি হবে না: সিইসি
১ বছর আগে
নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করুন: বিজিবি মহাপরিচালক
দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের বৃহত্তর কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
আরও পড়ুন: জুন মাসে ১৮৪.৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে: বিজিবি
সোমবার দুপুরে সিলেট সেক্টর হেডকোয়ার্টার্সে বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা ও সৈন্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গত ১-২ অক্টোবর বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক সিলেট সেক্টর সদর দপ্তর, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং পাথর কোয়ারি বিওপি পরিদর্শন করেন।
এ সময় তিনি সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ও এর আওতাধীন দুলুরা বিওপি, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও এর আওতাধীন আমলশিদ বিওপি ও রহিমপুর খাল পরিদর্শন করেন।
এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তের জকিগঞ্জে কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের সংযোগস্থল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশের কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি বছরের জুনে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সর্বশেষ সীমান্ত সম্মেলনে বিষয়টি উত্থাপন করে বিজিবি।
সীমান্ত আলোচনার সময় বিএসএফ বিজিবিকে আশ্বস্ত করে যে- তারা দ্রুত বিষয়টি সমাধান করবে।
এরই ধারাবাহিকতায় সোমবার রহিমপুর খাল জংশন পুনরায় খোলার অগ্রগতি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, সিলেট সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগস্ট মাসে ২১৫.২৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে: বিজিবি
৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সম্মেলন শুরু
১ বছর আগে
দুদক কমিশনার হিসেবে যোগ দিলেন আছিয়া খাতুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে সাবেক সচিব আছিয়া খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (২ জুলাই) তিনি এই পদে যোগদান করেন।
আরও পড়ুন: ৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক তাকে ফুলের তোঁড়া দিয়ে শুভেচ্ছা জানান।
কমিশনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৈঠকে সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং উপ-সহকারী পরিচালকেরা উপস্থিত ছিলেন।
দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান গত ১ জুলাই অবসরে যান।
আরও পড়ুন: মতিঝিলে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুদক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা জোরদার করুন: দুদকের প্রতি রাষ্ট্রপতি
১ বছর আগে
১৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের দায়িত্ব পালনে নিয়োজিত: জিএমপি কমিশনার
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বুধবার বলেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।
তিনি ইউএনবিকে বলেন, ‘প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০-২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। আমি আশা করি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সকলের প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যদের ৩০টি টিমের পাশাপাশি ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: ১১ মেয়র প্রার্থীসহ ৩৮৭ জনের মনোনয়নপত্র দাখিল
ইতোমধ্যে ইভিএম মেশিন ও প্রয়োজনীয় সব উপকরণ ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে এবং সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
৫৭টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ টিম থাকবে এবং ১৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯টি স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রে সজাগ থাকবে।
ফরিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এসব কেন্দ্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে আটজন এবং কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে এবং তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডারের সংখ্যা ১৮ জন।
আরও পড়ুন: নির্বাচনী বছরের বাজেটের আগে মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও ডলার সংকট অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ
১ বছর আগে
কে বেহেশতে আর কে দোজখে যাবে সেটা ঠিক করার দায়িত্ব আমাদের নয়: শেখ হাসিনা
কেউ যাতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সেজন্য আলেম-ওলামাসহ সকল ধর্মপ্রাণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আসুন আমরা নিশ্চিত করি যে আমাদের পবিত্র ধর্ম বিভিন্ন উপায়ে কলঙ্কিত না হয়। আলেম, ওলামা এবং ধর্মীয় চিন্তাশীল ব্যক্তিদের অবশ্যই এই বিষয়ে নজর রাখতে হবে।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদানের চতুর্থ পর্বে সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে একথা বলেন।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তারা শান্তির ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
তিনি বলেন, ‘তারা ভুল পথে আছে। আমাদের সকলকে এই বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, শেষ বিচার মহান আল্লাহই করবেন।
আরও পড়ুন: সারাদেশে আরও ৫০ মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘কে ইসলামে বিশ্বাস করে আর কে না, আমরা তা ঠিক করতে পারি না। এটা খুবই দুঃখজনক যে মাঝে মাঝে আমরা কিছু লোককে অকারণে অন্য ধর্ম বা ইসলামের বিভিন্ন মাজহাবকে(সম্প্রদায়) অবমূল্যায়ন করার চেষ্টা করতে দেখি।’
তিনি বলেন, এটা ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শের পরিপন্থী। ‘এই ধরনের মনোভাব গ্রহণযোগ্য নয়। আল্লাহ প্রত্যেকের এবং সবকিছুর বিচার করবেন... আল্লাহ ঠিক করবেন কে বেহেশতে যাবে আর কে জাহান্নামে যাবে।
প্রত্যেকে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করবে এবং বাংলাদেশের সংবিধানে তাবলা আছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষ হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। নিরপরাধ মানুষকে হত্যা করলে একজনকে দোজখের আগুনে নামিয়ে দেবে... জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে।’
তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই রক্ত দিয়েছে।
তিনি বলেন, ‘সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার পালন করবে। আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশ চালাই। প্রত্যেকের সমান অধিকার রয়েছে এবং আমরা তা বিশ্বাস করি।’
জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমাজের হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো তিনি আলেম, ওলামা এবং খতিবদেরকে সজাগ থাকার আহ্বান জানান, কারণ কখনও কখনও স্বার্থান্বেষী মহল কোমলমতি শিশুদেরকে ভুল পথে নিয়ে যায়।
তিনি বলেন, ‘আমরা শিশুদের সন্ত্রাসবাদে জড়াতে দিতে পারি না। ইসলামের শান্তি ও মূল্যবোধের বার্তা অবশ্যই তাদের মধ্যে নিহিত থাকতে হবে।’
গুজব, দুর্নীতি, দুর্বলদের দমন-পীড়ন সম্পর্কেও তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন। এ প্রসঙ্গে তিনি জুমার নামাজের সময় বিশেষ খুৎবা দেওয়ার জন্য ইমামদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।
আরও পড়ুন: মুজিবনগর দিবস: বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১ বছর আগে
বিএসআরএফের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত কমিটি।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বিএসআরএফ’র মানববন্ধন
বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন বাদশাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় ফল উৎসবের আয়োজন করা হয়।
উল্লেখ্য গত ১৩ জুন জাতীয় প্রেস ক্লাবে বিএসআরএফ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমেই এই নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।
৩ বছর আগে