চীনা প্রকৌশলী
সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর
পদ্মা নদীতে নিখোঁজ চীনা প্রকৌশলীর এখনও সন্ধান মেলেনি। মঙ্গলবার রাতে পদ্মা নদীর মাঝখানে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে কাজ করার সময় জো (২৫) নিখোঁজ হন। বুধবার রাত ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড ও দমকলকর্মীরা তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি। এমনকি নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুর চীনা প্রকৌশলী নিখোঁজ, তল্লাশি চলছে নদীতে
নিখোঁজ চীনা প্রকৌশলী জো’র সহকর্মী প্রকৌশলীরা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় প্রকৌশলী জো সেফটিসহ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট বরাবর পদ্মা নদীর উপর দিয়ে নির্মাণাধীন বিদ্যুতের জাতীয় গ্রিডের ১৩ নম্বর টাওয়ারে কাজে যান। কাজ করার এক পর্যায়ে রাত ৮টায় ৪ সহকর্মী খোঁজ করে জোকে পাননি। সংবাদ পেয়ে ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৯ বীর ইউনিটের গোয়েন্দা টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে২৭ আরই ব্যাটালিয়ন মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত ২টি স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান চালায়।
আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের
পদ্মা সেতুর নৌ পথের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ২৭ আরই ব্যাটালিয়নের রিভার পেট্রোল দলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা মঙ্গলবার রাতের বেলা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি।’
৩ বছর আগে
পদ্মা সেতুর চীনা প্রকৌশলী নিখোঁজ, তল্লাশি চলছে নদীতে
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে মাঝ নদীতে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় চীনা প্রকৌশলী মিস্টার জো (২৫) নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টা থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:পদ্মা সেতু ঘিরে যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের
সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা এই প্রকৌশলী কোনও ভাবে উত্তাল পদ্মায় পড়ে তলিয়ে গেছেন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক টাওয়ার (টি-১৩) নির্মাণ কজে এই প্রকৌশলী কর্মরত ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতুসহ চার মেগা প্রকল্পের উদ্বোধন আগামী বছরের জুনের মধ্যে: মন্ত্রী
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, নিখোঁজ প্রকৌশলীর শিফট চলছিল। টাওয়ারের বিশাল জায়গায় শেড তৈরি করেই কর্মকর্তারা সেখানে থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন তারা। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। জো’কে সহকর্মীরা খুঁজে পাচ্ছিলেন না। বিষয়টি অবহিত হয়ে সব দিকে খোঁজাখুঁজির পর দায়িত্বশীলরা এ ব্যাপারে বিষয়টি রাত সাড়ে ৯ টার দিকে পুলিশকে অবহিত করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্যকারীরা আশাহত হয়েছে: তথ্যমন্ত্রী
কোস্টগার্ড মাওয়া স্টেশন ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। ফায়ার সার্ভিসও তলব করা হয়েছে।
৩ বছর আগে