ঢাকাই সিনেমা
‘খায়রুন সুন্দরী’র অভিনেতা মুকুল তালুকদার আর নেই
ঢাকাই সিনেমার ‘খাইরুন সুন্দরী’ খ্যাত খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল মারা গেছেন।
রবিবার (২০ নভেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: অভিনেত্রী ঐন্দ্রিলা মারা গেছেন
পারিবারির সূত্র গণমাধ্যমকে জানায়, ভোরে হাঁটাহাঁটি শেষে বাসায় ফেরেন তিনি। তার কিছুক্ষণ পর বাসার এক ভাড়াটিয়া অভিনেতাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে জানা যায়, হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
অভিনেতা মুকুল তালুকদারের পরিবারে রয়েছে স্ত্রী, ছেলে, এক মেয়ে, ছোট বোন ও ছোট ভাই।
‘খায়রুন সুন্দরী’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু মুকুল তালুকদারের।
এরপর প্রায় ২০টি সিনেমায় তাকে খল অভিনেতা চরিত্রে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িত ছিলেন তিনি।
শরিয়তপুর জেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: আসুন বিনোদিত হই, খেলাকে খেলা হিসেবেই নেই: আসিফ আকবর
১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
১ বছর আগে
সরকারি অনুদানের প্রথম কিস্তি পেলেন শাকিব খান
প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। দেশে আসার পর জানালেন শিগগিরই আসছে নতুন চমক। তার কিছুটা আভাস পাওয়া গেল ২১ আগস্ট (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তার উপস্থিতি দেখে।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। এই নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অনুদানের প্রথম কিস্তির চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই তারকা।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মন্ত্রণালয়ে আলাপকালের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
শাকিব খানের দীর্ঘদিন দেশে না থাকার কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা। সেই কাজ সম্পন্ন করে ফিরেছেন তিনি। আর এই তারকার দেশে ফেরাকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
ওদিকে, যুক্তরাষ্ট্রে তিনি একটি সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়ে এসেছেন। ‘রাজকুমার’ শিরোনামে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে দেখা যাবে শাকিবের বিপরীতে।
পড়ুন: ৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
২ বছর আগে
বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা
বিয়ে করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পারিবারি সম্মতিতে গত ২৭ মে পাত্র আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকাই সিনেমার এই তারকা। পূর্ণিমা নিজেই গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
আশফাকুর রহমান রবিন দেশের একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এই দম্পতি রাজধানীতে একসঙ্গে থাকছেন।
আরও পড়ুন: ফের শাকিব-পূজা জুটি
জানা গেছে, কাজের মধ্য দিয়েই পূর্ণিমা ও রবিনের পরিচয়। পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয় তাদের সম্পর্ক। সেখান থেকে প্রেম এবং অবশেষে বিয়ে।
২৭ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে পরিবারের অনেকের বিভিন্ন অসুস্থতার কারণে খবরটি বাইরে প্রকাশ করেননি পূর্ণিমা। তবে শেষ পর্যন্ত ভক্তদের সঙ্গে নিজের সুখবরটি ভাগাভাগি করে নেন।
আরও পড়ুন: প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন ছোট পর্দার সারিকা
তাছাড়া সবকিছু ঠিক থাকলে বছরের শেষে পূর্ণিমা ও রবিনের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।
২ বছর আগে
পরীমনির মামলায় নাসির-অমি ৫ দিনের রিমান্ডে
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি চলাকালে মামলার প্রধান আসামি নাসির উদ্দিন বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আমার বয়স ৬৫ বছর। আমি সারাজীবন সমাজসেবা করেছি। অতীতে আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। আমাকে রিমান্ডে না নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেন।’
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
এর আগে, গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
মাদক মামলায় রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।
পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তা করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে তার বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি (৩০), অমি (৪০) ও বনিসহ (২০) দু’টি গাড়িতে করে তারা উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি বলে বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে।
অমির কথামতো তারা সবাই রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা বোট ক্লাবের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। অমি ক্লাবের ভেতরে গিয়ে বলে এখানকার পরিবেশ অনেক সুন্দর, তোমরা নামলে নামতে পারো।
আরও পড়ুন: মাদক মামলায় নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে
এজাহারে আরও বলা হয়, তখন আমার ছোট বোন বনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বোট ক্লাবে প্রবেশ করে ও বারের কাছের টয়লেট ব্যবহার করে। টয়লেট থেকে বের হতেই এক নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ এক নম্বর আসামি মদপানের জন্য জোর করেন। আমি মদপান করতে না চাইলে এক নম্বর আসামি জোর করে আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে আমি সামনের দাঁতে ও ঠোঁটে আঘাত পাই। তখন কস্টিউম ডিজাইনার জিমি নাসির উদ্দিন মাহমুদকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে জখম করেন।
৩ বছর আগে