বিধি নিষেধ
করোনা: দেশে পর্যটন ও ভ্রমণে বিধিনিষেধ শিথিল
দেশের করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ সময় ধরে চলা লকডাউনের পর দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবার পর্যটন খাতের বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিধিনিষেধ শিথিলের বিষয়টি জানানো হয়। আগামী ১৯ আগস্ট থেকে চার শর্তে দেশের সকল গণপরিবহন এবং পর্যটন কার্যক্রম শুরু করা যাবে।
আরও পড়ুন: পর্যটন করপোরেশনকে গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে সকল প্রকার গণপরিবহন চলতে পারবে। পাশাপাশি পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্রগুলো ধারণ ক্ষমতার ৫০ ভাগ ব্যবহার করে কার্যক্রম শুরু করতে পারবে।
আরও পড়ুন: ভ্রমণপিপাসু মানুষে মুখরিত মোহনপুর পর্যটনকেন্দ্র
তবে সকল ক্ষেত্রে শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনও প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে অবহেলা বা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
৩ বছর আগে
চাঁদপুরে লকডাউনে ফুটবল খেলাসহ আইন ভঙ্গে আটক অর্ধশতাধিক
চাঁদপুর শহরে কঠোর লকডাউনের মাঝে স্বাস্থ্যবিধি না মানায় ও বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলার খেলোয়ার, নদীর পাড়ে ও মোলহেডে অযথা অবস্থানের কারণে প্রায় অর্ধশতাধিক যুবককে আটক করেছে চাঁদপুর জেলা পুলিশ।
শুক্রবার বিকেলে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন এর কাছে আক্কাছ আলী রেলওয়ে হাই স্কুল মাঠ থেকে ৫০ জন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় আরও ৭ মৃত্যু
পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম, অতিরিক্তি পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেল আসিফ মহিউদ্দীন ও সদর মডেল থানা ফোর্সকে সাথে নিয়ে নিজেই এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশ সুপার জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পড়া, অযথা ঘোরাফেরা বন্ধ করা, দোকানপাট খোলা না রাখা, জনসমাগম নিষিদ্ধসহ জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ‘বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী’ চলমান রেখেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।
আরও পড়ুন: নড়াইল পৌরসভায় যত্রতত্র গতিরোধক, বাড়ছে দুর্ঘটনা
তিনি বলেন, ‘জনসমাগম বন্ধ করতে শহরের প্রেসক্লাবেরর পিছনে নদীর পাড়ে, বড় স্টেশন পর্যটন কেন্দ্র মোলহেডে আকস্মিক টহল অভিযান করি। এ সময় কয়েকজনকে আটক করা হয়। এছাড়া রেলওয়ে আক্কাছ আলী স্কুল মাঠে প্রায় শতাধিক লোক জড়ো কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে খেলার আয়োজন করায় ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
৩ বছর আগে
৫ আগস্টের পরও বিধিনিষেধ বহালের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, আমরা আরও দশ দিন আগেই মন্ত্রীসভার বৈঠকে বিধি নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।
ডা. খুরশীদ আলম বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দিব? রোগীদের কোথায় জায়গা দিব? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোন সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা লকডাউন বিধি নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।
আরও পড়ুন: দেশে করোনায় প্রতিদিন ২শ’র ওপর মৃত্যু, একদিনে শনাক্ত ১৩, ৮৬২
খুরশীদ আলম বলেন, আমাদের এক কোটি বা তদূর্ধ্ব মানুষকে প্রতি মাসে টিকা দেয়ার চিন্তা আছে। কিছু টিকা আমাদের হাতে রয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে আসবে। এর মধ্যেই আমরা আমাদের পরিকল্পনা প্রস্তুত করে রাখছি। তবে এই পরিকল্পনা ফিক্সড বা নির্ধারিত কিছুই না। যেকোনো সময়ই অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছি। এ লক্ষ্যে আমাদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের জন্য অনলাইনের মাধ্যমে আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি। আগামি ৬ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত বলবেন।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন: সপ্তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৬৮
ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমে বিশৃংখলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বড় পরিসরের টিকা দিতে গেলে কিছুটা বিশৃঙ্খলা হতেই পারে। আমরা এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সহায়তা চেয়েছি। মন্ত্রী মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে একটি মিটিং করবেন। শুধু আইন প্রয়োগকারী বাহিনী দিয়েই আমরা এত বড় কার্যক্রম সম্পন্ন করতে পারবো না। সবার সহযোগিতা লাগবে।
খুরশীদ আলম আরও বলেন, গ্রামপর্যায়ের তাপমাত্রায় যে টিকা রাখা যাবে, সেগুলোই আমরা দেব। বিশেষ করে সিনোফার্মের তিন কোটি টিকা গ্রামপর্যায়ে দেয়ার কথা ভাবছি।
আরও পড়ুন: কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর রাস্তাঘাট ফাঁকা
৩ বছর আগে
লকডাউনে ট্রলারে পিকনিক, খাবার গেল এতিমখানা-মাদ্রাসায়
চাঁদপুরের মতলব দক্ষিণে সরকারের চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনের (পিকনিক) আয়োজন পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধ ভঙ্গের অপরাধে মামলা ও জরিমানাও করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় ১১হাজার ৫শত টাকা জরিমানা করেন। আয়োজকদের পাঁচজনকে জরিমানা করা হয় ।
আরও পড়ুন: কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৮৩
রবিবার দুপুর ১২ টায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে অভিযান চালিয়ে সরকারের বিধিনিষেধ অমান্য করে অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
এছাড়াও পিকনিকের সব খাদ্যসামগ্রীও জব্দ করা হয়। জব্দ করা খাবার পরে এলাকার এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
আরও পড়ুন: লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩,২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনবি কে জানান, লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে জনসমাগম করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিনা প্রয়োজন কেউ ঘর থেকে বের হতে পারবে না।
৩ বছর আগে
গাড়ি ও মানুষের চাপ কমে দৌলতদিয়া ঘাট ফাঁকা
বিধি নিষেধ উপেক্ষা করেই শুক্রবার ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি মানুষের ভিড় দেখা গেছে । তবে বেলা বাড়ার সাথে সাথে পরিবহন বা মানুষের চাপ কমতে থাকায় বেলা ১১টার পর দৌলতদিয়া ঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। এখন শুধুমাত্র জরুরি গাড়ি, এ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ি পারাপার হচ্ছে।
এছাড়া সকাল ৬টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০
শুক্রবার ভোর থেকে দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, বৃহস্পতিবার নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী বিভিন্ন ধরনের যানবাহনের লম্বা লাইন পড়ে। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যানবাহনের লাইন গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ছাড়িয়ে ৭ কিলোমিটার লম্বা হয়। ছোট-বড় ১৬টি ফেরি নিয়মিত চলায় রাতভর পারাপারে গাড়ির চাপ কমতে থাকে। ঘাটে আসা দূরপাল্লার নৈশ কোচ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাড়ি দেয়। ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস সাথে অসংখ্য মানুষও আজ সকালেও পারাপার হয়। বেলা ১১টার পর যানবাহনের চাপ কমে ঢাকা-খুলনা মহাসড়ক ফাঁকা হতে থাকে। লঞ্চ ঘাট মোড়ে ফেরিতে ওঠার অপেক্ষায় হাতে গোনা কয়েকটি পণ্যবাহী গাড়ি দেখা যায়।
লঞ্চ ঘাট মোড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত মহাসড়কে ফেরি ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় থাকে। বিকল্প সড়কের ৫ নম্বর ঘাট সংযোগ সড়কে বেশ কিছু ব্যক্তিগত গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় লম্বা লাইন দেয়। বেলা ১০টার পর থেকে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটেও মানুষজনের ভিড় কমতে থাকে। বেলা ১১টার দিকে ঘাট এলাকায় তেমন যানবাহন বা মানুষজনের চাপ নেই বললেই চলে। দুপুরের দিকে হয়তো আরো ফাঁকা হয়ে যাবে।
আরও পড়ুনঃ পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার সাময়িক বরখাস্ত
এদিকে ঘাটসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অবস্থান নিতে দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিশেষ দায়িত্ব পালন করছে। করোনার সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ যথাযথভাবে পালনের চেষ্টা করা হচ্ছে। খুবই জরুরী কাজে বাইরে আসা ব্যক্তিদের বাদে বাকি সবাইকে বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করছি। ‘
আরও পড়ুনঃ শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সকাল ৯টা পর্যন্ত সার্বক্ষণিক ১৪টি ফেরি দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আটকে থাকা গাড়ি পারাপার করে। এখন উভয় ঘাটে গাড়ির চাপ না থাকায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে পাটুরিয়ায় ছয়টি রো রো ও তিনটি ইউটিলিটি এবং দৌলতদিয়ায় তিনটি রো রো ও তিনটি ইউটিলিটি ফেরি রাখা হয়েছে। একটি মাত্র কেটাইপ ফেরি ভিআইপি পারাপারের ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের চেক পোস্ট অতিক্রম করে আসা গাড়ি ফেরিতে পারাপার হবে। এছাড়া যাত্রী পারাপারে নিষেধ রয়েছে বলেও তিনি জানান।
৩ বছর আগে
জয়পুরহাটে কঠোর বিধি নিষেধ জারি
জয়পুরহাটে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে জেলার পাঁচটি উপজেলার সকল পৌরসভা সহ জয়পুরহাট সদর উপজেলা ও কালাই উপজেলা এলাকায় আগামী ৩০জুন পর্যন্ত নতুন করে বিধি নিষেধ জারি করা হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, ডিজিটাল আইনে যুবক গ্রেপ্তার
জারিকৃত নিষেধাজ্ঞা অনুযায়ী, ওই সব এলাকা সমূহে প্রতিদিন বিকাল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান পাট,ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহন আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন: জয়পুরহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
বুধবার বিকালে পাওয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে,গত ২৪ঘন্টায় জয়পুরহাটে করোন আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র র্যাপিড এন্টিজেন টেস্টের ফলাফল অনুসারে,গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ৭৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে অপহরণের ৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার
মোট ২২২জনের নমুনা টেস্ট করে পাওয়া রিপোর্টে এ ফলাফল পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ৩৭দশমিক ৩৮শতাংশ।
এমনি পরিস্থিতিতে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃতীয় দফায় নতুন বিধি নিষেধ জারি করা হয়।
৩ বছর আগে