জয়পুরহাটে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে জেলার পাঁচটি উপজেলার সকল পৌরসভা সহ জয়পুরহাট সদর উপজেলা ও কালাই উপজেলা এলাকায় আগামী ৩০জুন পর্যন্ত নতুন করে বিধি নিষেধ জারি করা হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, ডিজিটাল আইনে যুবক গ্রেপ্তার
জারিকৃত নিষেধাজ্ঞা অনুযায়ী, ওই সব এলাকা সমূহে প্রতিদিন বিকাল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান পাট,ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহন আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন: জয়পুরহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
বুধবার বিকালে পাওয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে,গত ২৪ঘন্টায় জয়পুরহাটে করোন আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র র্যাপিড এন্টিজেন টেস্টের ফলাফল অনুসারে,গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ৭৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে অপহরণের ৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার
মোট ২২২জনের নমুনা টেস্ট করে পাওয়া রিপোর্টে এ ফলাফল পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ৩৭দশমিক ৩৮শতাংশ।
এমনি পরিস্থিতিতে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃতীয় দফায় নতুন বিধি নিষেধ জারি করা হয়।