চাঁদপুরের মতলব দক্ষিণে সরকারের চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনের (পিকনিক) আয়োজন পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধ ভঙ্গের অপরাধে মামলা ও জরিমানাও করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় ১১হাজার ৫শত টাকা জরিমানা করেন। আয়োজকদের পাঁচজনকে জরিমানা করা হয় ।
আরও পড়ুন: কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৮৩
রবিবার দুপুর ১২ টায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে অভিযান চালিয়ে সরকারের বিধিনিষেধ অমান্য করে অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
এছাড়াও পিকনিকের সব খাদ্যসামগ্রীও জব্দ করা হয়। জব্দ করা খাবার পরে এলাকার এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
আরও পড়ুন: লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩,২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনবি কে জানান, লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে জনসমাগম করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিনা প্রয়োজন কেউ ঘর থেকে বের হতে পারবে না।