মৌলভীবাজার
মৌলভীবাজারে দিনদুপুরে জলাশয় থেকে মাছ লুট
মৌলভীবাজার সদর উপজেলায় দিনদুপুরে সরকারের ইজারা দেওয়া জলাশয় থেকে মাছ লুট করা হচ্ছে। কার আগে কে কত বেশি মাছ ধরতে পারে যেন তার প্রতিযোগিতা চলছে।
বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার একটি জলমহালের প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করা হয়। এতে অংশ নেয় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর (আফরোগঞ্জ) পৃর্ববেরি (বদ্ধ) বিল। বিলের ইজারাদার খবর পান তার বিলের মাছ লুটপাট করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিষয়টি ইজারাদার স্থানীয় পুলিশ ফাঁড়ি ও উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে ওই বিলে অবস্থান নেয় স্থানীয় শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। কিন্ত তাতে কোনোও লাভ হয়নি। খলিলপুর বিলের (আশপাশে) প্রায় ৩/৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে জলমহালটির অপরিপক্ব মাছ লুট করে নেন।
কাদির নামের একজন বলেন, ‘বিল থেকে শখের বশে একটা মাছ ধরেছি। বাসায় নিয়ে খাব।’
কুশিয়ারা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিলের ইজারাদার পরবেশ আলী বলেন, ‘আমাদের সব শেষ। আমরা বিলের ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। কিন্ত দিনদুপুরে বিলের মাছ লুট করে নিয়ে গেছে।’
আরও পড়ুন: সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ জলমহালের মাছ লুট, নির্বিকার প্রশাসন
মৌলভীবাজার শেরপুর সদও পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) সোহাগ মিয়া বলেন, ‘সদর পুলিশ ফাঁড়ির সদস্যরাসহ আমরা বিলে অবস্থান করি, যাতে কেউ লুটপাট করতে না পারেন।’
‘কিন্তু সেখানে এত পরিমাণ মানুষ যে তাদের সামাল দিতে বেগ পেতে হয়, তবে বিল মালিক অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব,’ বলেন তিনি।
মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, ‘আমি শুনেছি মৌলভীবাজার আইনপুর মৌজার পুর্ব বেরি বিলের (বদ্ধ) আশপাশের এলাকার লোকজন (সৌখিন পালো বাওয়া) সরকারি ইজারা জমমহালের মাছ লুট করেছে।’
৬ দিন আগে
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে গোপাল বাগতি নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (২৩ ডিসেম্বর) সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত গোপাল বাগতি বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে।
আরও পড়ুন: উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সঙ্গে থাকা শ্রমিকরা পালিয়ে আসায় রক্ষা পায়।
জানা গেছে, গোপাল বাগতি শনিবার (২১ ডিসেম্বর) কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ আনতে পাহাড়ের গেলে, রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা খোজাখুজি শুরু করেন।
রবিবার খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে লাশ পড়ে রয়েছে।
পরে বিজিবি ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, রবিবার সকালে চা বাগান শ্রমিকরা বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায়, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি লাশ পড়ে আছে। পরে বিওসিটিলা বিওপির টহল দল তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
১১৪ দিন আগে
মৌলভীবাজারে কুখ্যাত মানব পাচারকারীর মূলহোতা গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত মানবপাচারকারী চক্রের মূলহোতা ওয়াসকুরনীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল।
গ্রেপ্তার ওয়াসকুরনী (৩৮) ওই ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
র্যাব জানায়, ওয়াসকুরনী মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মানবপাচার, পাসপোর্ট ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল বলেন, ‘গ্রেপ্তারের পর ওয়াসকুরনীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল জব্দ, ট্রাকচালক গ্রেপ্তার
১২২ দিন আগে
মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু
মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে।
এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) মারা যান।
শনিবার (৭ ডিসেম্ভর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঝুঁকিতে নারায়ণগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র নয়ামাটি
১৩০ দিন আগে
মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব চৌধুরী সোহান (১৭) নামে এক কিশোর নিহত হয়।
বুধবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার কামালপুর নতুন ব্রিজ এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব চৌধুরী সোহান মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছেলে। তিনি আমেরিকা থাকে।
আরও পড়ুন: সিলেটে ৩ গাড়ির সংঘর্ষ, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সোহানের মামা এমদাদুর রহমান রেনু জানান, সোহান কিছুদিন হলো তার মাকে নিয়ে আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছে। বুধবার রাতে তার নানাবাড়ি নালিহুরী থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। এ সময় কামালপুর নতুন ব্রিজের মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
১৫৩ দিন আগে
ময়মনসিংহ ও মৌলভীবাজারে ১৯৮ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
ময়মনসিংহ ও মৌলভীবাজারের বিভিন্ন আদালতে ১৯৮ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর- এসব পদে নিয়োগ পেয়েছেন তারা।
এদের মধ্যে ৪২ জনকে মৌলভীবাজার ও ১৫৬ জনকে ময়মনসিংহ জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে মো. আজহারুল হক ও মো. আনোয়ার আজিজ (টুটুল)।
আরও পড়ুন: ট্রাফিক আইন অমান্য করায় ১৫৩৮ মামলা, জরিমানা ৬২ লাখ টাকা: ডিএমপি
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে মামুনুর রশিদ ও মো. আব্দুল মতিন চৌধুরী ।
বুধবার রাতে (২৩ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়।
উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এই নিয়োগাদেশে, জেলা দুটির জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আরও তিন জেলায় ২০০ আইন কর্মকর্তা নিয়োগ
১৭৪ দিন আগে
উপমহাদেশের একমাত্র লাল দুর্গা দেবীর পূজার আয়োজন মৌলভীবাজারে
উপমহাদেশের একমাত্র লাল বর্ণের জাগ্রত দুর্গা দেবীর পূজা উদযাপিত হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে। লাল রঙের দুর্গা দেবীকে দেখতে দেশ-বিদেশের পূণ্যার্থীরা ছুটে আসেন এখানে।
বুধবার ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছরের মতো দেবীর পূজা দেখতে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও ভক্তরা এসেছেন এখানে।
অষ্টমী ও নবমীর দিন এত ভক্তের আগমন ঘটে যে, সারিবদ্ধভাবে গাড়ি পার্কিং ও মেলা বসায় মানুষের চাপের কারণে ২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দেবী দর্শন করতে যেতে হয়।
প্রায় ৩০০ বছর একইভাবে পূজার আয়োজন হয়ে আসছে পাঁচগাঁওয়ে। ৯ অক্টোবর এ পূজা শুরু হয়ে ১২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামী গানের ঘটনায় আটক ২: পুলিশ
আয়োজকরা জানায়, মৌলভীবাজার থেকে প্রায় ১৭ কিলোমিটার ও রাজনগর থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তরে পাঁচগাঁও গ্রামে স্বর্গীয় সর্বানন্দ দাস (বর্তমান সঞ্জয় দাসের) বাড়িতে পালিত হয়ে আসছে ব্যতিক্রম এই পূজা।
প্রতি বছর পূজার সময় মহিষ বলির পাশাপাশি শত-শত পাঁঠা, হাঁস-কবুতর বলি দেওয়া হয়। তাছাড়া দুর্গার জন্য নগদ টাকা, শাড়ি, গহনা সোনা রৌপ্য অলংকারসহ প্রচুর পরিমাণ দক্ষিণা নিয়ে আসেন পূজার্থীরা।
স্থানীয়রা জানায়, জনশ্রুতি আছে পাঁচগাঁও পূজা মণ্ডপের তত্ত্বাবধায়ক সঞ্জয় দাসের পূর্বপুরুষ সাধক সর্বানন্দ দাস আসামের শিবসাগরে মুন্সিপদে চাকরি করতেন। তিনি আসামের কামরূপ-কামাক্ষ্যায় এক বাড়িতে গিয়ে কুমারী পূজা করেন। ছয় ঘণ্টা পূজার পর প্রণাম করার সময় সর্বানন্দ দাস দেখতে পান, কুমারীর গায়ের রং পরিবর্তন হয়ে লালবর্ণ ধারণ করেছে। সেসময় তিনি ওই কুমারীকে জিজ্ঞেস করেন, ‘মা আমার পূজা সুপ্রসন্ন হয়েছে কি?’ উত্তরে কুমারী রূপে ভগবতী বলেন, ‘হ্যাঁ তোর পূজা সিদ্ধ হয়েছে, আমি তোর পূজায় সন্তুষ্ট হয়েছি। এই বর্ণে তোর গ্রামের বাড়ি পাঁচগাঁও পূজামণ্ডপে আবির্ভূত হয়েছিলাম।’ সর্বানন্দ দাস এর প্রমাণ চাইলে ওই কুমারী হাতের পাঁচ আঙুলে রক্তের ছাপ দেন আর মাথা থেকে স্বর্ণের টিকলি খুলে দিয়ে বলেন, ‘তোর বাড়ির বেড়ায় পাঁচ আঙুলে ছাপ আছে আর এই টিকলি দিয়ে প্রতি বছর মহাষ্টমী তিথিতে স্নান দিয়ে ভগবতীকে লাল বর্ণে পূজা করবি।’
পরবর্তী বছর দুর্গাপূজার আগে সর্বানন্দ দাস বাড়ি ফিরে বেড়ায় হাতের পাচঁ আঙুলে ছাপ দেখতে পান। সেই লাল বর্ণের সঙ্গে সাদৃশ্য রেখে লাল বর্ণে রঞ্জিত করেন দেবীদুর্গাকে। এভাবেই প্রায় ৩০০ বছর ধরে সঞ্জয় দাসের বাড়ির মণ্ডপে লাল বর্ণের দুর্গার পূজা হচ্ছে।
এই পূজাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের ভেতর ও মণ্ডপের আশেপাশের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে পোশাক, বই, ফার্নিচার, খই, মুড়ি-মুড়কি, বাতাসা, জিলাপি, মিষ্টি, খেলনা ইত্যাদি বিভিন্ন রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রায় ৬ শতাধিক বিক্রেতা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক অর্থ সম্পাদক টিংকু পুরকায়স্থ বলেন, প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও সব ধর্ম-বর্ণের মানুষ ও রাজনৈতিক নেতাদের সার্বক্ষণিক সাহায্য সহযোগিতায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পালন হবে এবারের শারদীয় দুর্গাপূজা।
রাজনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেব বলেন, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী আমাদের আশ্বস্ত করেছেন এবার অধিকতর আনন্দ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা অত্যন্ত লক্ষ্যণীয়। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। সব জাতি-গোষ্ঠী সম্প্রদায়ের সহযোগিতা আন্তরিকতায় আমরা অভিভূত।
তিনি আরও বলেন, দুর্বৃত্ত কোনো জাতির নয়, সমাজের নয়, গোটা দেশের জন্য ক্ষতির কারণ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সব সম্প্রদায়ের আনন্দমুখর পরিবেশে উদযাপিত হোক শারদীয় দুর্গাপূজা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মোবাশ্বির হোসেন বলেন, পুলিশ ও আনসার সদস্যরা পূজা চলাকালে প্রত্যেক মণ্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবিও টহল দিচ্ছে।
এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু রাখতে পল্লী বিদুৎ অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া অধিকাংশ মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে ৭৫টি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে
১৮৭ দিন আগে
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ৪ লাখ মানুষ পানিবন্দি
মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এছাড়া বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কুলাউড়া, জুড়ী ও বড়লেখার মানুষ। এতে করে জেলার ৭ উপজেলার ৪৭ ইউনিয়নের ৪৭৪টি গ্রামের ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যায় অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে বাড়িঘর, ফসলের মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া অনেকে অবস্থান করছেন আশ্রয়কেন্দ্রগুলোতে। এদিকে ঝুকিপূর্ণ স্থানগুলোতে বালি ও বস্তা ফেলা হচ্ছে। যাতে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে।
আরও পড়ুন: টেকনাফে ভারী বৃষ্টিতে ৫০ হাজার মানুষ পানিবন্দি
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, কুশিয়ারা-জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৯৯ দিন আগে
মৌলভীবাজারের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ২ লাখ মানুষ
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, শ্রীমঙ্গল ও সদর উপজেলার ৩৭ ইউনিয়নের ৪৩২টি গ্রাম বর্তমানে পানির নিচে।
বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। আঞ্চলিক সড়কের অনেক স্থানে পানি উঠেছে। ডুবে গেছে বাড়িঘর, ফসলের মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই আবার নিজের বাড়িঘর রক্ষায় সেচ্ছাশ্রমে বাঁধের ওপর বালির বস্তা ফেলছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় বিপৎসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, ধলাই নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং জুড়ী নদীর পানি বিপৎসীমার ২০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম জানান, বন্যা মোকাবিলায় জেলার মোট ৯৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে এগুলোতে ৫৭১টি পরিবারে আশ্রয় নিয়েছে।
৩০১ দিন আগে
মৌলভীবাজারে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
মৌলভীবাজারের রাজনগরে প্রদীপ দেব নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টায় উপজেলার ক্ষেমসহস্র গ্রামের কালিবাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ভালুকায় গৃহবধূর লাশ উদ্ধার
প্রদীপ উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামের প্রণয় দেবের ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বলেন, ধারণা করা যাচ্ছে প্রদীপকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
৩৪০ দিন আগে