সিলেট-৩ আসনে উপনির্বাচন
সিলেট-৩ আসনে উপনির্বাচনে চার প্রার্থী চূড়ান্ত, প্রতীক বরাদ্দ আজ
সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। শেষ দিন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: উপনির্বাচন: ২ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির
সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।
আরও পড়ুন: ৩ আসনে উপনির্বাচন: আ’লীগের মনোনয়ন পেলেন যাঁরা
এছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা রহমান লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা নির্বাচন কমিশনে আপীল করলেও শেষ পর্যন্ত তা টিকেনি।
গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। গত ২ জুন সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ৩ আসনে উপনির্বাচন: ২ দিনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪০ প্রার্থী
৩ বছর আগে