লাফ
বাংলাদেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দেবেন আশিক
এবার নতুন মিশন নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে বাংলাদেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন পেশাদার স্কাইডাইভার আশিক চৌধুরী। আশিকের এই প্রচেষ্টায় স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে নিজেই তার পরিকল্পনার কথা সবাইকে জানান।
সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ অ্যা ফ্ল্যাগ।’ আগামী ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে এই স্কাইডাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে কেন? এ প্রশ্নের জবাবে আশিক বলেন, সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজ ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর ওপরে উঠতে বিশেষায়িত বিমান দরকার হয়। সঙ্গে লাগে অনুকূল আবহাওয়া, যা যুক্তরাষ্ট্রের এয়ারফিল্ডের আকাশে পাওয়া যায়।
এ সময় তিনি আরও বলেন, এর আগে বাংলাদেশের কেউ কখনো এই উচ্চতা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেনি। দেশের পতাকা হাতে রেকর্ড গড়ার এই প্রচেষ্টায় সহযোগী হিসেবে রয়েছে বাণিজ্যিক ব্যাংক ইউসিবি।
আরও পড়ুন: আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা আসামির
৫ মাস আগে
ভূমিকম্প থেকে বাঁচতে দ্বিতীয় তলা থেকে লাফ দিলেন ঢাবি শিক্ষার্থী
ভূমিকম্প থেকে বাঁচতে হলের দ্বিতীয় তলা থেকে লাফ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।
এদিন সকালে ভূমিকম্পের সময় তিনি তার ঘরের জানালা থেকে লাফ দেন। যার ফলে তার পায়ের আঙুলে আঘাত লাগে।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সূর্যসেন হলের প্রভোস্ট ড. জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্র পায়ের আঙুলে চোট পেয়ে ঢামেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি হয়েছেন।
এছাড়া, সূর্যসেন হল ও হাজী মুহাম্মদ মহসিন হলের রিডিং রুমের দরজার কাঁচও ভূমিকম্পে কেঁপে কেঁপে ওঠে। এসব ঘটনায় তাড়াহুড়ো করে কক্ষ থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ হলের দেয়ালে ফাটল
১১ মাস আগে
চলন্ত বিমান থেকে লাফ!
আবারও চলন্ত বিমান থেকে লাফ দেওয়ার ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বিমানবন্দরে শুক্রবার রাতে চলন্ত বিমান থেকে লাফ দিয়ে আহত হওয়ায় এক যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ হামাসের ‘আগুনে বেলুন’ ছোড়ার জবাবে গাজায় দ্বিতীয় দফা বিমান হামলা ইসরায়েলের
বিমান বন্দর এবং স্কাইওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্কাইওয়েস্টের ইউনাইটেড এক্সপ্রেস ফ্লাইট ৫৩৬৫ সন্ধ্যা ৭ টা নাগাদ ছেড়ে যাচ্ছিল। এই সময় ওই ব্যক্তি দরজা ভেঙ্গে ককপিটে প্রবেশের চেষ্টা করেন। পরে তিনি জরুরি দরজা খুলতে সক্ষম হন এবং চলন্ত বিমান থেকে লাফ দেন।
কতৃপক্ষ জানিয়েছে, লাফ দেয়ার পর ওই ব্যক্তিকে ট্যাক্সি করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত ততোটা গুরত্বর নয়। এই ঘটনায় বিমানের অন্য কেউ আহত হননি।
আরও পড়ুনঃ তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের অনুপ্রবেশ
এফবিআই এই ব্যাপারে তদন্ত করছে।
লস এঞ্জেলসে দুদিনের মধ্যে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে বৃহস্পতিবার এক চালক গাড়ি নিয়ে বিমানবন্দরের বেড়া ভেঙ্গে রানওয়েতে প্রবেশ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় কোন হতাহত নেই। তবে দুটি রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩ বছর আগে