ভূমিকম্প থেকে বাঁচতে হলের দ্বিতীয় তলা থেকে লাফ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।
এদিন সকালে ভূমিকম্পের সময় তিনি তার ঘরের জানালা থেকে লাফ দেন। যার ফলে তার পায়ের আঙুলে আঘাত লাগে।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সূর্যসেন হলের প্রভোস্ট ড. জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্র পায়ের আঙুলে চোট পেয়ে ঢামেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি হয়েছেন।
এছাড়া, সূর্যসেন হল ও হাজী মুহাম্মদ মহসিন হলের রিডিং রুমের দরজার কাঁচও ভূমিকম্পে কেঁপে কেঁপে ওঠে। এসব ঘটনায় তাড়াহুড়ো করে কক্ষ থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।