জাতীয় কৃষি পুরস্কার
জাতীয় কৃষি পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
কৃষিক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ ২৭ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
আরও পড়ুন: জনগণের জীবন-জীবিকা নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৫টি স্বর্ণপদক, ৯টি রৌপ্যপদক এবং ১৮টি ব্রোঞ্জপদক পেয়েছেন কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।
কৃষি গবেষণা, সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ দেয়া হয়।
আরও পড়ুন: সবুজ ভবিষ্যতের জন্য বেশি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এই পুরস্কারের প্রচলন করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পরে পরবর্তী সরকার এ পুরস্কার দেয়া বন্ধ করে দেয়।
আরও পড়ুন: দেশে আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পরে বঙ্গবন্ধু কর্তৃক প্রবর্তীত এই পুরষ্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল আইন-২০০৯’ গঠন করে।
এই কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬ কার্যকর করা হয়েছে।
৩ বছর আগে