শাহাবুদ্দিন আহমেদ
শিল্পী শাহাবুদ্দিনের বিশেষ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে সাজানো ‘এ রেট্রোস্পেকটিভ ১৯৭৩-২০২৩’- শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে এ প্রদর্শনীর উদ্বোধন তিনি।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে মাসব্যাপী একক এ শিল্প প্রদর্শনীতে শাহাবুদ্দিন আহমেদের আঁকা প্রায় ১৪০টি নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রধানমন্ত্রী ফিতা কেটে রেট্রোস্পেকটিভের উদ্বোধন করেন এবং চারুকলা প্রদর্শনী পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাসব্যাপী প্রদর্শনীর সফলতা কামনা করেন।
আরও পড়ুন: বিএসএমএমইউয়ে শিশু নেফ্রোলজি বিভাগে আইসিইউ উদ্বোধন
তিনি বলেন, ‘শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা। এখনো তার শিল্পকর্মে মুক্তিযুদ্ধের চিন্তা ও চেতনা প্রতিফলিত হয়, যা আমাকে আরও অনুপ্রাণিত করে।’
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘শাহাবুদ্দিন, এ রেট্রোস্পেকটিভ ১৯৭৩-২০২৩’- শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপু, সংস্কৃতিবিষয়ক সম্পাদক খলিল আহমেদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
আরও পড়ুন: সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশ উদ্বোধন ২ সেপ্টেম্বর
৫৮০ দিন আগে
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উৎসব
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে শনিবার (১৯ আগস্ট )। এরসঙ্গে আয়োজন করা হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলন।
শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলায় জাতীয় নাট্যশালার বহিরাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। নির্ধারিত সময়ে মঞ্চে সবার উপস্থিতিতে বেজে উঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’।
এর সঙ্গে শিল্পী শাহাবুদ্দিনের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন হয় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তির উৎসব।
এর আগে পুরো আয়োজনটি ঘুরে দেখান উৎসবের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
উদ্বোধনী পর্বের পর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উপস্থিত হন আমন্ত্রিত অতিথি ও দলের সবাই।
মঞ্চে উপস্থিত শিল্পী শাহাবুদ্দিন, প্রধান অতিথি শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন এবং বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবৃত্তিকার আহকাম উল্লাহ, নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ জামিল আহমেদ ও অভিনেতা আফজাল হোসেন।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
অনুষ্ঠানে শিল্পী শাহাবুদ্দিন বলেন, ‘আমি বাংলাদেশে যত নাটক দেখেছি, এর চেয়েও বেশি দেখেছি প্যারিসে। আমার এক ফরাসি নাট্যকার বন্ধু ঢাকায় ছিলেন অনেকদিন। তিনি আমাদের বিটিভির নাটক দেখে আমাকে বললেন, ‘শাহাবুদ্দিন পৃথিবীতে আমি আর কোথাও টিভিতে নাটক দেখিনি। আর এই বিষয় সে খুবই প্রশংসা করলেন। আমার বুকটা তখন গর্বে ফুলে গেল।’
শিল্পী শাহাবুদ্দিন তার বক্তব্যে আরও বলেন, মানুষ ও শিল্পীকে ভালোবাসার কথা।
উদ্বোধকের বক্তব্য শেষে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে প্রবর্তিত পদক প্রদান পর্ব শুরু হয়।
এবার পদকের জন্য মনোনীত নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ জামিল আহমেদ।
শুরুতে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের হাতে পদক তুলে দেন শিল্পী শাহাবুদ্দিন।
আরও পড়ুন: বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে: নিরব
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে যেই মানুষ নাটকের দীক্ষা দিয়েছেন, তার নামে পদক আমার হাতে উঠল। যা আমাকে আপ্লুত করেছে। শুরুতেই আমি সেলিম আল দীনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ, খুশি হয়েছি, ধন্য হয়েছি।’
পরে শিল্পী শাহাবুদ্দিন পদক তুলে দেন নাট্যজন জামিল আহমেদের হাতে।
পদক পেয়ে তিনি বলেন, ‘মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে পদক পাওয়াটা আমার জন্য সম্মানজনক। এজন্য আমি কৃতজ্ঞ। সেলিম আল দীনের সঙ্গে আমার কাছে সুযোগ হয়েছে। যা আমাকে আরও প্রসিদ্ধ করেছে। সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, বাংলা নাট্য আন্দোলনের অগ্রপথিক সেলিম আল দীনের ৭৪তম জন্মবার্ষিকী আজ (১৮ আগস্ট)। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা নাটকের এ প্রবাদপুরুষ। তিনি ঐতিহ্যবাহী বাংলা নাটকের বিষয় ও আঙ্গিক নিজ নাটকে প্রয়োগ করেছেন।
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সঙ্গী করে গড়েন গ্রাম থিয়েটার। তার প্রথম রেডিও নাটক ‘বিপরীত তমসায়’। মঞ্চনাটক ‘সর্প বিষয়ক গল্প’ মঞ্চায়ন হয় ১৯৭২ সালে।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
৬০৭ দিন আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার এক শোক বার্তায় সাহাবুদ্দীন আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই
১১২৫ দিন আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ফেব্রুয়ারি থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক এই রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও গভীর শোক প্রকাশ করছেন।
১১২৫ দিন আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ফেব্রুয়ারি থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
১৯৩০ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করা সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে অরাজনৈতিক লোকদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের আয়োজন করেন।
আরও পড়ুন: সিলেটের সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেন আর নেই
১৯৯৬ সালের ২৩ জুলাই তিনি আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০০১ সালে অবসর গ্রহণ করেন।
বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই
শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১১২৫ দিন আগে
পঞ্চম ‘কসমস আর্ট ইকো’ শনিবার
রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কসমস-আতেলিয়ার৭১ প্রিন্টমেকিং স্টুডিও আয়োজিত মাসিক টক শো ‘কসমস আর্ট ইকো’।
১৮৬১ দিন আগে
জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন
শাহাবুদ্দিন আহমেদকে তিন বছরের জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
১৯৩২ দিন আগে