একদিনে রেকর্ড মৃত্যু
দেশে করোনায় একদিনেই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু
সব রেকর্ড ভেঙে চুরে করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৩ জনের প্রাণহানি হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আরও ৮ হাজার ৩০১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভাইরাসে একদিনে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনা মোকাবিলা: বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫টি। মৃতদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। সুস্থতার হার ৮৯.০৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
শুক্র ও শনিবার মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় আগামীকাল শুক্রবার রাতে ১২ লাখ ডোজ মডার্নার টিকা দেশে আসছে। এছাড়া আগামী ৩ জুলাই শনিবার সকালে আসবে অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শুক্র ও শনিবার মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
৩ বছর আগে
দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত দেশে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ১১২ জন মারা গিয়েছিল।
এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে।
বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৮৮ হাজার ৪০৬জনে পৌঁছেছে।
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৭ জন মারা গেছেন। এছাড়া ৪ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। মৃতদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী।
আরও পড়ুন: সোমবার থেকে গণপরিবহন বন্ধ, শুধু রিকশা চলবে
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। সুস্থতার হার ৯০.৫১ শতাংশ। মৃত্যুর হার ১.৬০ শতাংশ।
লকডাউন: সোমবার থেকে গণপরিবহন বন্ধ, শুধু রিকশা চলবে
করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে।
রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী তিন দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১২০২
এইচএসসির ফরম পূরণ স্থগিত
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ফরম পূরণের তারিখ ঘোষণা করা হবে।’
আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণ স্থগিত
‘কঠোর লকডাউন’ পালনে সেনাবাহিনী থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
সরকার ঘোষিত আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে কঠোর লকডাউন পালনে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘সামনের লকডাউনে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয়। যাতে ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ হয়, মৃত্যুর সংখ্যাও কমিয়ে আনতে পারি।’
সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২১-’২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
৩ বছর আগে