সব রেকর্ড ভেঙে চুরে করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৩ জনের প্রাণহানি হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আরও ৮ হাজার ৩০১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভাইরাসে একদিনে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনা মোকাবিলা: বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫টি। মৃতদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। সুস্থতার হার ৮৯.০৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
শুক্র ও শনিবার মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় আগামীকাল শুক্রবার রাতে ১২ লাখ ডোজ মডার্নার টিকা দেশে আসছে। এছাড়া আগামী ৩ জুলাই শনিবার সকালে আসবে অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শুক্র ও শনিবার মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।