হেলিও জি৮৫ গেমিং প্রসেসর
বাজারে এসেছে রিয়েলমি সি২৫এস ও স্টাইলিশ ইয়ারবাডস বাডস কিউ২
তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর সম্বলিত নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি২৫এস’ ও নতুন ইয়ার বাডস ‘রিয়েলমি বাডস কিউ২’।
শনিবার একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এ দুটি কালারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যামসহ এই স্মার্টফোন পাওয়া যাবে ৬৪ জিবি ও ১২৮ জিবির দুটি ভিন্ন স্টোরেজ সুবিধা সহকারে। রিয়েলমি সি২৫এস স্মার্টফোনের ৪/৬৪ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৪৯০ টাকা এবং ৪/১২৮ এর মূল্য নির্ধারন করা হয়েছে ১৫,৪৯০ টাকা।
আরও পড়ুন: রিয়েলমির আরও দুটি ফোন আসছে বাজারে
স্মার্টফোনটি কিনতে বা বিস্তারিত জানতে এই https://cutt.ly/BuyNow_realmeC25s ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
রিয়েলমি সি২৫এস কেনার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকেরা পাবেন রিয়েলমিয়াও কি রিং, ডল।
এদিকে রবিবার দারাজে হতে যাচ্ছে রিয়েলমি কোয়ালিটি ডে সেল যেখানে রিয়েলমি সি২৫এস (৪/৬৪) জিবি পাওয়া যাবে মাত্র ১৩,৫৯০ টাকায়।
আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি জিটি ৫জি
রিয়েলমি সি২৫এস এর সাথে বাজারে এসেছে অসাধারণ সাউন্ড কোয়ালিটির রিয়েলমি বাডস কিউ২। এই ইয়ার বাডসটি পাওয়া যাবে মাত্র ১,৯৯৯ টাকায়।
রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গেমিং-এ আগ্রহী তরুণদের জন্য। অনবদ্য গেমিং অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী জি৮৫ গেমিং প্রসেসর। এই স্মার্টফোনে ব্যবহারকারীরা বর্তমান সময়ের যেকোনো জনপ্রিয় এবং হেভি গেম খেলতে পারবেন কোনো ধরণের সমস্যা ছাড়াই।
আরও পড়ুন: রিয়েলমি স্মার্টফোনে মেগা ডিলস, ১৫ জুন পর্যন্ত অবিশ্বাস্য ছাড়!
এই স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং এফ/১.৮ লার্জ অ্যাপার্চার। সেলফি লাভারদের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে খুব সহজেই ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তোলা সম্ভব।
৬.৫ ইঞ্চির (১৬.৫ সেমি) বিশাল স্ক্রিন এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জারসহ ৬০০০এমএএইচ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ব্যাটারি নিশ্চিত করবে দুর্দান্ত ব্যাক-আপ। ফলে ব্যবহারকারীরা ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় ছাড়াই নিশ্চিন্তে এই মোবাইল ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই স্মার্টফোন স্ট্যান্ডবাই মোডে ৫১ দিন পর্যন্ত চলবে।
রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি বিশ্বের নামকরা প্রতিষ্ঠান টিইউভি রাইনল্যান্ড দ্বারা নির্ধারিত কোয়ালিটি টেস্টিং এর সকল পরীক্ষা পাশ করেছে, তাই এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি দুর্দান্ত। ৪৫০টি কার্ভ দিয়ে খোঁদাই করে নকশা করা এই স্মার্টফোনের ব্যাক কভারটি দেখতে অসাধারণ ও মনোমুগ্ধকর। তাই চমৎকার ডিজাইনের এই স্মার্টফোনটি হতে পারে তরুণদের আধুনিক জীবনের মানানসই একটি অনুষঙ্গ।
একইসাথে রিয়েলমি বাজারে এনেছে রিয়েলমি বাডস কিউ২। পেবল-শেপ ও কেলাইডোস্কপিক ডিজাইনের রিয়েলমি বাডস কিউ২ এর বাইরের শেল ডায়মন্ড কাট প্যাটার্নে বানানো। এ কারণেই, রিয়েলমি বাডস কিউ২ আলোতে রাখলে দারুণ আভা ছড়ায়। এর নজর কাড়া ডিজাইনের জন্য অর্জন করেছে আন্তর্জাতিক আইএফ ডিজাইন এওয়ার্ড। এই ইয়ার বাডসে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধা। এর ৮৮ এমএস সুপার লো ল্যাটেন্সি গেমিং ভক্তদের দিবে অসাধারণ অভিজ্ঞতা। মাত্র দশ মিনিটের চার্জে ব্যবহারকারীরা পাবেন ১২০ মিনিট প্লেব্যাক সময়।
দারুণ দুটি প্রোডাক্ট লঞ্চের পাশাপাশি, রিয়েলমি তাদের ৫জি+এআইওটি কর্মপরিকল্পনা তুলে ধরেছে। আগামী তিন বছরের মধ্যে রিয়েলমি ১০ কোটি তরুণদের জন্য ৫জি মোবাইল বাজারে আনার কথা জানিয়েছে।
৩ বছর আগে