মগবাজার বিস্ফোরণ
মগবাজার বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ নুর নবী (৩০) ও মো. রাসেল (২১) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
নিহত মোহাম্মদ নুর নবী (৩০) পেশায় ভ্যান চালক ছিলেন।
গত রবিবার মগবাজার ওয়্যারলেস গেটের কাছে এক বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ নুর নবীর শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদ নুর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ শঙ্কর পাল।
এছাড়া বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় আইসিইউতে মো. রাসেল (২১) মারা যায় বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
এদিকে মঙ্গলবার বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ পাওয়া যায়। এদিন বেলা সাড়ে ৩টার দিকে হারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
পরের দিন সোমবার পুলিশ প্রধানের নির্দেশে বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে পুলিশ। এই কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার।
এছাড়া বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
৩ বছর আগে
মগবাজার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৯ জনে।বুধবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত ইমরান টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল মুজিব ভূঁইয়ার ছেলে এবং বেঙ্গল মিটের একজন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
গত রবিবার মগবাজার ওয়্যারলেস গেটের কাছে এক বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে ইমরানের শরীরে ৯০ শতাংশ ক্ষত নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।বুধবার আনুমানিক ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির প্রধান ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
এদিকে মঙ্গলবার বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ পাওয়া যায়। এদিন বেলা সাড়ে ৩টার দিকে হারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
পরের দিন সোমবার পুলিশ প্রধানের নির্দেশে বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে পুলিশ। এই কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
এছাড়া বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
৩ বছর আগে
মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
মগবাজার বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করতে আলাদা বিশেষ তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এক বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত আট জন নিহত ও ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।সোমবার বিস্ফোরণ স্থল পরিদর্শনের যেয়ে গণমাধ্যমকে এতথ্য জানান পুলিশ প্রধান।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
বেনজির আহমেদ বলেন, ‘বিস্ফোরণের কারণ উদঘাটনে পুলিশ ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে কাজ করবে। এছাড়া ঘটনা তদন্তে বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তাসহ পুলিশ একটি আলাদা তদন্ত কমিটি করবে।’এসময় এই বিস্ফোরণে জঙ্গী সম্পৃক্ততার ব্যাপারে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গী হামলার মাধ্যমে বোমা বিস্ফোরণের ক্ষেত্রে সাধারণত তিন-চার দিকে ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এই বিস্ফোরণের ফলে ক্ষতি হয়েছে শুধু একদিকে।’
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
তার মতে, মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে, খুব সহজেই মগবাজার বিস্ফোরণের ব্যাপারে দ্রুত ইতি টানবেন না বলে জানিয়ে দেন আইজিপি বেনজির আহমেদ।এসময় তিনি সাধারণ জনগণকে লকডাউন চলাকালীন সময়ে ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
৩ বছর আগে
মগবাজার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় রবিবার সন্ধ্যা ৭টার আকস্মিক বিস্ফোরণে এখন পর্যন্ত আট জন মানুষ প্রাণ হারিয়েছেন।
ওই এলাকার আড়ংয়ের পাশে একটি তিনতলা ভবনের নিচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের আহত ৫
রবিবার রাত ১১টার দিকে বিস্ফোরণে আহত স্বপন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। স্বপনসহ এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের ২৯ বছর বয়সী মুস্তাফিজুর রহমান ছিলেন একটি বেসরকারি রেডিও চ্যানেলে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। নিহত অপর ব্যক্তির নাম, আবুল কাশেম। তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তার পরিচয় শনাক্ত করে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিস্ফোরণে পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘মোট সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ভবনের একটি অংশ বিধ্বস্ত হয়েছে এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা তিনটি বাসের কাঁচ ভেঙে গেছে।
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা জোন) দেবাশীষ বর্ধন ইউএনবিকে বলেন, ‘তিনতলা ভবনের নিচ তলার শর্মা হাউস বা বেঙ্গল মটর শো রুমে বিস্ফোরণ ঘটতে পারে বলে আমাদের প্রাথমিক ধারণা।’
৩ বছর আগে