নারী পোশাক কর্মী
গাজীপুরে নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর এক নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গাড়ারন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ময়না খাতুনের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তিনি শ্রীপুরের দক্ষিণ ভাঙাহাটি এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। উদ্ধারের পর পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) মোহাম্মদ জিন্নাহ জানান, ময়না খাতুন কারখানা থেকে বের হয়ে গাড়ারন এলাকার ভাড়া বাসায় যাওয়ার পথে গত শনিবার নিখোঁজ হন। দুই দিন ধরে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।সোমবার বিকেলে স্থানীয় লোকজন ওই এলাকার একটি বাঁশঝাড়ের নিচে তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: কঠোর লকডাউনেও চলবে পোশাক কারখানা
এসআই বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে রাখে।
৩ বছর আগে