বিশ্বব্যাপী আক্রান্ত
করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৪৮ লাখের কাছাকাছি
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৪৮ লাখের কাছাকাছি পৌঁছেছে।
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৬৪৮ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৬ লাখ ৬১ হাজার ৭৩৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৫৩ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ১০ হাজার ৫৬১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের।
আরও পড়ুন: করোনাভাইরাস: বিশ্বে আক্রান্ত ৬৫ কোটি ৩৩ লাখ ছাড়াল
বাংলাদেশ পরিস্থিতি
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে ২০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৩৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৮৪৫ জনে পৌঁছেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৬৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৩ জন।
এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৫১৯ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ।
আরও পড়ুন: করোনাভাইরাস: দেশে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩০
করোনাভাইরাস: দেশে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৩
২ বছর আগে
কোভিড ১৯: বিশ্বব্যাপী আক্রান্ত ১৮ কোটি ১৩ লাখ ছাড়াল
করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়ে মোট মৃতের সংখ্যা ৩৯ লাখ ২৮ হাজার ৮০৪ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৯৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ৬৪৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৪৯৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪ হাজার ১১৫ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়েদেশটিতে মোট মৃত্যু ৫ লাখ ১৪ হাজার ৯২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৫৬৬ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন।
আরও পড়ুন: ‘কঠোর লকডাউনে’ মুভমেন্ট পাশ থাকবে না: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশ পরিস্থিতি
করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ডের পরদিন সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত দেশে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এনিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।
আরও পড়ুন: করোনা: মৃত্যুতে রেকর্ডের একদিন পর শনাক্তেও রেকর্ড
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। মৃতদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। সুস্থতার হার ৯০.০৬ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
৩ বছর আগে