বিমান বাংলাদেশ এয়ারলাইনস
শুধু ট্রানজিট যাত্রী নিয়ে তিন রুটে যাবে বিমান
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ এর আওতায় ‘কঠোর লকডাউনে’ বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সকল অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করছে। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।
আরও পড়ুন: চলন্ত বিমান থেকে লাফ!
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ফ্লাইটগুলোতে শুধুমাত্র বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন । ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিল করা ফ্লাইটের টিকেটধারী সকল যাত্রী এই টিকেটের মাধ্যমে কোন প্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।
আরও পড়ুন: আবুধাবি বিমানবন্দরে হয়রানি: মেয়েসহ অ্যাডভোকেট যুথীকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
৩ বছর আগে