সাবেক সংবাদ পাঠক
ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক কাফি খান আর নেই
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক সংবাদ পাঠক কাফি খান যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কাফি খান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে ভার্জিনিয়া সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার বিকালে কাফি খান মারা যান। তিনি দীর্ঘদিন প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে কাফি খান দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অব আমেরিকাতে যোগ দেন এবং ১৯৭৭ সালে জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি নিযুক্ত হন।
আরও পড়ুন: খালেদাকে অপরাধ স্বীকার করে, ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে: আইনমন্ত্রী
জিয়াউর রহমানকে হত্যা করার পর কাফি খান আবার ভয়েস অব আমেরিকাতে যোগ দেন এবং ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন।
৬০ এর দশকে তিনি মঞ্চনাটকে অভিনয় ছাড়াও ঢাকার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাফি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিএনপির দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগ
শোকবার্তায় তিনি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি হিসেবে কাফি খানের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ফখরুল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
৩ বছর আগে