শাহজালাল ইসলামী ব্যাংক
সাভারে শাহজালাল ইসলামী ব্যাংকে আগুন
সাভারের বাজার রোডে শাহজালাল ইসলামী ব্যাংকে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনা ঘটে। লকডাউন ও সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রণ আনে।
আড়ও পড়ুন: সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছে কোন আগুন না পেয়ে শুধু ধোঁয়া বের করার যন্ত্র চালিয়ে ধোঁয়া বন্ধ করে দেই। আগুনের তীব্রতা কম থাকায় ভবনের রিজার্ভ করা ট্যাংকির পানি দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়েছে ২৫ দোকান
ভবন মালিক জুয়েল জানান, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। লকডাউনের কারণে এবং ছুটির দিন থাকায় ব্যাংকে কোন কর্মকর্তারা ছিল না। শুধু নিরাপত্তারক্ষী ছিল। তাই তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
৩ বছর আগে