ধাওয়া
ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, ল্যাব এইড ক্লিনিক ভাঙচুর
বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৮১ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার
এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ল্যাব এইড নামে একটি ক্লিনিকের সামনের অংশ ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের উকিল পাড়া টাউন স্কুলের সামনে থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৫, আহত ২৫
এ সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিএনপি নেতা-কর্মীদের মিছিল করতে নিষেধ করে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।
১১ মাস আগে
গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোরের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে এক দুর্ধর্ষ চোরের মৃত্যু হয়েছে। রবিবার উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে ।
চোর চাঁন মিয়া (৫৫) ওই গ্রামের মৃত ইব্রাহিম আলী ডাকাতের ছেলে।
এলাকাবাসী জানায়, একই গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র লাল মিয়ার (৩৮) বাড়িতে পেশাদার দুর্ধর্ষ চোর চাঁন মিয়া (৫৫) সহ আরও কয়েকজন গোয়াল ঘরে ঢুকে গরু বের করার সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী চোরকে ধাওয়া করে।
আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যু: পাল্টা অভিযোগ রাবি প্রশাসনের
ধাওয়া খেয়ে অন্য চোরেরা পালিয়ে গেলেও চাঁন মিয়া ধানখেতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী খোঁজাখুঁজির পর তাকে ধানখেত থেকে উদ্ধার করে গৃহকর্তার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় রেখে ৯৯৯ এ ফোন করে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী শাহেরা বেগম জানায়, তার স্বামী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভূগছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁন মিয়া পেশাদার চোর ইতোপূর্বে তার নামে চুরির মামলা রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯
২ বছর আগে
সিলেটে আ'লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের শোক সভায় স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর কিছু সময় পড়ে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃস্টি হয়। এসময় চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, শোকসভায় একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে নেয়। এখন যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন:হরতাল: সুনামগঞ্জে হেফাজত ও যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
২ বছর আগে
বরিশালে বাস টার্মিনালের দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল নগরীর রূপাতলী মিনি বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে সদরের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
শনিবার দিনভর টার্মিনালে দুই পক্ষের শ্রমিকরা দফায় দফায় টার্মিনাল এলাকায় মহড়া দেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল টার্মিনালে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টার্মিনাল দখল নিয়ে দুপুর ২টার দিকে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে টার্মিনাল এলাকায় মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
সিটি মেয়র অনুসারী বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে একটি মহলের কিছু লোক হামলা চালায়। এ ঘটনায় আইনের আশ্রয় নেয়া হবে।
তবে এ বিষয়ে প্রতিমন্ত্রীর অনুসারী পাল্টা কমিটি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বাসায় আছি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক বিপ্লব মিস্ত্রি জানান, কিছুদিন যাবৎ টার্মিনালের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি
বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে মানুষের ধাওয়ায় বিরল নীলগাইয়ের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মানুষের ধাওয়া খেয়ে বিরল প্রজাতির প্রাণী একটি নীলগাই মারা গেছে।শুক্রাবার (২ জুলাই) উপজেলার ধর্মগড় মুক্তারবস্তিতে ওই ঘটনা ঘটে। এদিন দুপুরে ওই স্থানে একটি নীলগাই দেখে স্থানীয়রা ধরার চেষ্টায় ধাওয়া করে। নীলগাইটি তখন ছুটাছুটি করতে থাকে। একপর্যায়ে নীলগাইটি একটি ঘরের খোলা জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা যায় ।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
স্থানীয়রা জানান, নীলগাইটিকে কয়েক দিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। শুক্রবার দুপুরবেলা মুক্তারবস্তির আশপাশে গাইটিকে দেখে ধরার চেষ্টা করে লোজকন। নীলগাইটি ছুটতে ছুটতে গ্রামের হামিদুর নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে গিয়েই অচেতন হয়ে পড়ে। স্থানীয় পশু চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও সেটিকে বাঁচানো সম্ভব হয়নি।ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা ঘটনাস্থলে আসেন। তিনি জানান, নীলগাইটি সম্ভবত ধাওয়া খেয়ে আতঙ্কে স্ট্রোক করেছে। আমরা উপজেলা প্রাণীসম্পদ ও বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজন হলে ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন: পদ্মার পাড় থেকে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার
এর আগে গত ফেব্রুয়ারিতে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একটি নীলগাই উদ্ধার করে বিজিবি। ফসলের জমিতে ছুটাছুটি করতে দেখে গ্রামবাসী প্রাণীটিকে ধরে ফেলে এবং মাংস খাওয়ার জন্য জবাই করার প্রস্তুতি নেয়। বিজিবি সদস্যরা আহত অবস্থায় ঐ প্রাণীটিকে উদ্ধার করে কান্তিভিটা ক্যাম্পে নিয়ে যায়। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন গিয়ে সেটির চিকিৎসা দেয়।এ ছাড়া ২০১৮ সালের সেপ্টেম্বরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের পাশ থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। বাংলাদেশ–ভারত সীমান্তে বয়ে যাওয়া কুলিক নদীর ধারে নীলগাইটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে গ্রামবাসী সেটিকে আটক করে। স্থানীয় প্রশাসন বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যায়।
৩ বছর আগে